28 C
Kolkata
Tuesday, October 8, 2024
Home জেলার খবর সমুদ্রে দুর্ঘটনা এড়াতে বড় পদক্ষেপ প্রশাসনের

সমুদ্রে দুর্ঘটনা এড়াতে বড় পদক্ষেপ প্রশাসনের

মিলন পণ্ডা, দিঘা: সমুদ্র উপকূলে দুর্ঘটনা রুখতে এবার স্পিডবোট নামানোর সিদ্ধান্ত নিয়েছে প্রশাসন। দিঘা, মন্দারমণিতে দুর্ঘটনা এড়াতে এবার স্পিডবোটে নজরদারি চালানো হবে। এজন্য প্রাথমিকভাবে আটটি স্পিডবোট কেনা হচ্ছে। নুলিয়ারা স্পিডবোটে প্রতিটি ঘাটে নজরদারি চালাবেন।

- Advertisement -

পরপর সমুদ্রে ডুবে পর্যটক মৃত্যুর পর পূর্ব মেদিনীপুর জেলা প্রশাসন সৈকতের পাশাপাশি জলপথেও নজরদারির সিদ্ধান্ত নিয়েছে। এর ফলে দুর্ঘটনায় অনেকটাই রাশ টানা যাবে বলে তারা মনে করছে। দুর্ঘটনা ঘটে গেলে উদ্ধারকাজেও গতি আসবে। জেলা বিপর্যয় মোকাবিলা আধিকারিক মৃত্যুঞ্জয় হালদার বলেন, ‘‘আটটি স্পিডবোট কেনার সিদ্ধান্ত নেওয়া হয়েছে। মে-জুলাই মাস পর্যন্ত দিঘা ও মন্দারমণিতে স্নানে নেমে ১০জন পর্যটকের মৃত্যু হয়েছে।’’

২৮ জুলাই দিঘার সমুদ্রে তলিয়ে উত্তর ২৪ পরগণার টিটাগড়ের বাসিন্দা দীপঙ্কর নন্দীর মৃত্যু হয়। তার আগে ২২ জুলাই শঙ্করপুরে পাথরের উপর দাঁড়িয়ে সেলফি তোলার সময় ভেসে যায় বাংলাদেশের চট্টগ্রামের বাসিন্দা বছর সতেরোর প্রিয়ন্তি পাটোয়ারি। পরে তার দেহ উদ্ধার হয়।

- Advertisement -

১৬ জুলাই মন্দারমণিতে সমুদ্রস্নানে নেমে দুর্গাপুরের তিন পর্যটক-সমর চক্রবর্তী, কৌশিক মণ্ডল ও ঋত্বিক গড়াইয়ের মৃত্যু হয়। ওই ঘটনার আগের দিনই মন্দারমণিতে তলিয়ে হাওড়ার আন্দুলের বাসিন্দা অনুপম বর্মনের মৃত্যু হয়। এছাড়া, দিঘায় বেড়াতে এসে হুগলির এক পর্যটক উদয়পুরে সমুদ্রে তলিয়ে মারা যান।

১৬ জুন মন্দারমণির সমুদ্রে বিহারের মুজফ্ফপুরের মণীশ কুমার তলিয়ে যান। ১৪ জুন দিঘার জগন্নাথঘাটের কাছে সমুদ্রে তলিয়ে উত্তর ২৪ পরগণার মধ্যমগ্রামের কিশোর শুভজিৎ দে-র মৃত্যু হয়। এছাড়া, ২৫ মে দিঘায় ছত্তিশগড়ের বাসিন্দা বেদপ্রকাশ সাহু তলিয়ে মারা যান। পরপর সমুদ্রে তলিয়ে এতগুলি মৃত্যুর ঘটনায় সুরক্ষা নিয়ে প্রশ্ন উঠেছে।

- Advertisement -

পুলিশ ও সিভিল ডিফেন্স ভলান্টিয়াদের দাবি, অনেক পর্যটক নিষেধাজ্ঞা উপেক্ষা করে উত্তাল সমুদ্রে নেমে পড়েন। অ্যাডভেঞ্চার আর সেলফির নেশায় জীবনে ঝুঁকি নেন। নেশাগ্রস্ত অবস্থায় সমুদ্রে নামার জেরেও দুর্ঘটনা ঘটছে। এসব কারণেই নুলিয়ারা স্পিডবোটে প্রতিটি ঘাটে নজর রাখবেন। সমুদ্রে নামতে নিষেধাজ্ঞার সময় কেউ জলে নামলে তাঁদের তুলে দেওয়া হবে। সাধারণত জুন থেকে অক্টোবর মাস পর্যন্ত বঙ্গোপসাগর উত্তাল থাকে।

নিম্নচাপ ও কোটালের জেরে সমুদ্র ভয়ঙ্কর হয়ে ওঠে। তাই এসময়ে দুর্ঘটনাও বেশি ঘটে। গত বছরও মে থেকে অক্টোবর পর্যন্ত প্রায় ১০জন পর্যটকের মৃত্যু হয়েছিল। ডিএসপি (ডিঅ্যান্ডটি) আবু নুর হোসেন জানান, দিঘার সি-হক ঘোলা ঘাট, ক্ষণিকা ঘাট, পুলিস হলিডে হোম ঘাট সহ প্রতিটি ঘাটে পর্যটকদের সচেতন করা হচ্ছে। সবসময় মাইকিং চলছে। সতর্কীকরণ বোর্ড লাগানো হয়েছে। মন্দারমণিতেও সচেতনতা প্রচার ও নজরদারি চলছে। পুলিশকর্মী ও নুলিয়াদের সতর্ক থাকতে বলা হয়েছে। পর্যটকদেরও সবসময় সতর্ক থাকতে হবে।

- Advertisement -

সপ্তাহের সবচেয়ে জনপ্রিয় সংবাদ

IND vs BAN: নো লাক নেলসন

শুভম দে: ভারত-বাংলাদেশ দ্বিতীয় টেস্টের খেলা চলছে গ্রিন পার্কে। প্রথম দিনে কিছুসময় খেলা হলেও, বৃষ্টিতে ভেসে গেছে মাঝের দুদিন। অবশেষে আজ রোদের ওম গায়ে...

মুকুটে নয়া পালক, পরের লক্ষ্য ঠিক করে ফেলেছেন ৩৭ বছর বয়সী মেসি

স্পোর্টস ডেস্ক: বছর দুয়েক আগে কাতারে বিশ্বকাপ চ্যাম্পিয়ন করেছেন আর্জেন্টিনাকে। চলতি বছরে টানা দ্বিতীয়বার জিতে নিয়েছেন কোপা আমেরিকা। কিন্তু এরপরও আত্মতুষ্টি বা ক্লান্তির লেশমাত্র...

মহালয়ায় বৃষ্টি, পুজোতেও কি ভাসবে শহর

কলকাতা: পুজোয় আবহাওয়া কেমন থাকবে তা নিয়ে যথেষ্ট চিন্তিত বঙ্গবাসী। হাওয়া অফিসের পূর্বাভাস অনুযায়ী, পুজোয় বৃষ্টির সম্ভাবনা থাকলেও ভারী বৃষ্টির সম্ভাবনা নেই। রাত পেরোলেই...

AFC Champions League 2 -এর ম্যাচ খেলতে ইরান যাচ্ছে না মোহনবাগান

স্পোর্টস ডেস্ক: ইরানে খেলতে যাচ্ছেনা মোহনবাগান সুপার জায়ান্টস। নিরাপত্তার কারণ দেখিয়ে এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে। আগামীকাল অর্থ্যাৎ ২ অক্টোবর ইরানের তাবরিজ শহরে এএফসি চ্যাম্পিয়ন্স...

খবর এই মুহূর্তে

সন্দীপদের এবার জেলে গিয়ে জেরা করতে পারবে ইডি, জিজ্ঞাসাবাদ চলবে তাঁর দুই সঙ্গীকেও

খাসডেস্ক: আর্থিক দুর্নীতি মামলায় সন্দীপ ঘোষদের (sandip ghosh) জেলে গিয়ে জেরা করতে চায় ইডি (ED)। সেই মোতাবেক আদালতে জানানো হয়েছিল আবেদন। এবার সেই আবেদন...

পড়ল পোস্টার, ঘোষণা হল পুরস্কারও, নাবালিকা নিখোঁজে মহিষমারির ‘উল্টো’ ভূমিকায় নিউটাউন পুলিশ

পলাশ নস্কর, নিউটাউন:  বাবার কাছে বকুনি খেয়ে ১০ বছরের মেয়েটি বাড়ি ছেড়েছিল গত ২৮ শে সেপ্টেম্বর। অভিযোগ তারপর থেকেই বেপাত্তা। ওইদিন নাবালিকা মেয়েটি তার বাবা...

এই পুজোতেও জেলের ওপারে, বাঙালির মহোৎসবে জেল মুক্তির সম্ভাবনা কম পার্থ, সুবীরেশ, শান্তিপ্রসাদদের

খাসডেস্ক: কলকাতা হাইকোর্টে (KOLKATA HIGH COURT) নিয়োগ দুর্নীতি মামলায় রাজ্যের প্রাক্তন মন্ত্রী পার্থ চট্টোপাধ্যায়ের (PARTHA CHATTERJEE) জামিনের শুনানি শেষ হল। পুজোর পর রায় দানের...

পঞ্চমী থেকে দশমী কেমন থাকবে আবহাওয়া, জানাল হাওয়া অফিস

কলকাতা: বঙ্গোপসাগরে তৈরি হওয়া নিম্নচাপের জেরে গত কয়েকদিন বিক্ষিপ্ত বৃষ্টি হতে দেখা গিয়েছে বেশ কিছু জেলায়। আর এই বৃষ্টি চিন্তায় ফেলছে সাধারণ মানুষদের। পুজোয়...