হাওড়া: সাধারণ যাত্রীদের জন্য সুখবর রেলের৷ দূরপাল্লা ট্রেনে নন এসি কোচ নিয়ে বড় সিদ্ধান্ত রেলের৷ দীর্ঘদিন ধরেই নন এসি কোচের ঘাটতি ছিল৷ সেই ঘাটতি মেটাতে আগামী কয়েক মাসের মধ্যেই কোচ তৈরির পরিকল্পনা নিয়েছে রেল৷ সাধারণ যাত্রীদের কথা ভেবেই এই সিদ্ধান্ত নিয়েছে রেল৷
দেশ জুড়ে প্রায় ২৫০০ নন এসি কোচ তৈরির পরিকল্পনা নিয়েছে ভারতীয় রেল৷ রেলমন্ত্রী অশ্বিনী বৈষ্ণব জানান, সহ ট্রেনে সাধন কোচের অনুপাত দুই-তৃতীয়াংশ। আর এক তৃতীয়াংশ এসি কোচ। এটাই কমপজিশন এবং সেটা বজায় রাখা হয়েছে। স্ট্যান্ডার্ড কম্পোজিশন অনুযায়ী প্রতিটি মেইল ট্রেনে কমপক্ষে ৪ টি সাধারণ কোচ থাকতে হবে।
ভবিষ্যতের জন্য রেল ১০ হাজার সাধারণ কোচ তৈরির কাজ হাতে নিয়েছে। সরকার আরও ৫০ টি অমৃত ভারত ট্রেন তৈরির সিদ্ধান্ত নিয়েছে। সাধারণ মানুষের কথা ভেবে এই উদ্যোগ ভারতীয় রেলের এমনটাই জানিয়েছে পূর্ব রেলের মুখ্য জনসংযোগ আধিকারিক কৌশিক মিত্র৷