কলকাতা: কথাতেই আছে রথ টানলে দুর্গা আসে। সেই রথের দড়িতে টান পরে গিয়েছে। অর্থাৎ দেবীর বাপের বাড়ি আসতেও আর দেরি নেই। এক বছরের অপেক্ষার কাউন্টডাউন শুরু হয়ে গিয়েছে। বাংলার এই পুজোর খ্যাটি রয়েছে বিশ্ব জুড়ে। প্রতি বছর কলকাতার ক্লাবগুলি থিমের চমক নিয়ে হাজির হয়। পিছিয়ে থাকে না জেলাগুলিও। এবারেও রয়েছে বড় চমক। ১২৫ ফুটের দুর্গা মূর্তি তৈরিতে ব্যস্ত পশ্চিমবঙ্গের নদীয়া জেলার রানাঘাটের শিল্পীরা। গিনেস বুক অফ ওয়ার্ল্ড রেকর্ড স্থাপনের লক্ষ্যে কাজ চলছে।
রানাঘাটের কমলপুর গ্রামে বসবাসকারী অভিযান সংঘ প্রতিদিন প্রায় ১২ থেকে ১৪ ঘন্টা ধরে মাটি, খড় এবং বাঁশ দিয়ে ১২৫ ফুটের দুর্গা প্রতিমা তৈরি করছে। পরবর্তীতে মূর্তির স্থায়িত্ব এবং শক্তি নিশ্চিত করতে ফাইবার ঢালাইয়ের মাধ্যমে এটিকে চূড়ান্ত আকার দেওয়া হবে। এটাই এবারে বড় আকর্ষণ হতে চলেছে। এর আগে ২০১৫ সালে কলকাতার দেশপ্রিয় পার্কে হয়েছিল বিশ্বের সবথেকে বড় দুর্গা মূর্তি। কলকাতার নামকরা ক্লাব ৮৮ ফুটের দুর্গা প্রতিমা তৈরির রেকর্ড করেছিল। দুর্ভাগ্যবশত, দুর্গা প্যান্ডেলের ভিড়ের কারণে একটি দুর্ঘটনায় ক্ষতিগ্রস্ত হয়েছিল। বন্ধ করে দেওয়া হয়েছিল মণ্ডপ। তাই সমস্ত দিক খতিয়ে দেখে এবার প্রতিমার যেকোনো ক্ষতি এড়াতে কারিগররা ফাইবার ঢালাই ব্যবহার করে এটিকে আরও টেকসই ও হালকা করে তুলবেন। ঠাকুর ঘোরানোর সময় যাতে কোনও ক্ষতি না হয় সেদিকে বিশেষ নজর দেওয়া হচ্ছে। প্রতিমার ওজনও নিয়ন্ত্রণ করা হবে বলেই জানানো হয়েছে। দুর্গার পাশাপাশি ৪০ ফুট লম্বা লক্ষ্মী, সরস্বতী, কার্তিক ও গণেশের মূর্তিও তৈরি করা হবে।
উল্লেখযোগ্যভাবে, দুর্গাপূজা ভারতের একটি প্রধান উত্সব, যা পশ্চিমবঙ্গ, আসাম, ত্রিপুরা, উড়িষ্যা এবং বিহারে বাঙালি সম্প্রদায়ের দ্বারা পূর্ণ উদ্যম ও উদ্দীপনার সাথে উদযাপিত হয়। সেই পুজোর হাওয়া এখন চারিদিকে। রাজ্যজুড়ে হচ্ছে খুঁটিপুজো । প্যান্ডেলের জন্য মণ্ডপে মণ্ডপে পড়ছে বাঁশ। জোর কদমে চলছে প্রস্তুতি ও একে অপরকে টেক্কা দেওয়ার লড়াই। পৌরাণিক বিশ্বাস অনুসারে, এই শুভ দিনে দেবী দুর্গা অসুর মহিষাসুরকে বধ করেছিলেন । মহালয়া থেকেই শুরু হয়ে যায় উদযাপন। সেই দিন গোনা চলছে এখন।