বারাসত: ঘুরতে যাওয়ার নাম করে পানীয়তে মাদক মিশিয়ে নাবালিকাকে ধর্ষণ করার অভিযোগ উঠল৷ ঘটনায় অভিযুক্ত সহ তিনজনকে গ্রেফতার করেছে পুলিশ৷ ঘটনার জেরে তীব্র চাঞ্চল্য ছড়িয়েছে বারাসতের নবপল্লী এলাকায়৷
পুলিশ ও স্থানী. সূত্রে জানা গিয়েছে, প্রধান অভিযুক্তের নাম শুভজিৎ রায় (১৭)৷ আপাতত পুলিশ হেফাজতে থাকা ওই কিশোরের কঠোর শাস্তির দাবি জানিয়েছেন নির্যাতিতার পরিবার৷ নির্যাতিতা কিশোরীর দাদা শান্তনু মল্লিক জানান, ‘‘ঘটনাটি বৃহস্পতিবারের৷ বিকেল বেলা বোন টিউশন পড়তে গিয়েছিল৷ বাবা ছেড়ে দিয়ে আসে৷ পরে আমরা জানতে পারি ওই দিন বাবা চলে আসার পর বোন স্যারের ওখানে না গিয়ে শুভজিতের সঙ্গে ঘুরতে গিয়েছিল৷’’
শান্তনু বলেন, ‘‘বোনকে ঘুরতে নিয়ে যাওয়ার নাম করে এক বৌদির বাড়িতে নিয়ে যায়৷ সেখানে কোল্ড ড্রিঙ্কসের সঙ্গে মদ মিশিয়ে খাইয়ে বোনকে বেহুঁশ করে পাশের ঘরে নিয়ে গিয়ে ধর্ষণ করে ওই যুবক৷ বাইরে পাহারায় ছিল ওই বৌদি ও অভিযুক্তের আরেক বন্ধু৷’’ পরের দিন বোনের কাছ থেকে পুরো ঘটনা জানতে পেরে বারাসত থানায় হাজির হই৷’’ অভিযোগের ভিত্তিতে পুলিশ অভিযুক্তদের গ্রেফতার করেছে৷
ঘটনার জেরে এলাকায় তীব্র চাঞ্চল্য ছড়িয়েছে৷ অভিযুক্তদের কঠোর শাস্তির দাবিতে সরব হয়েছে সকলে৷ ইতিমধ্যে মেয়েটির শারীরিক পরীক্ষা করিয়েছে পুলিশ৷
আরও পড়ুন: বেতন বাড়ান না হলে সংসার চালাতে পারছি না, মমতাকে আকুতি মাস্টারমশাইদের