কলকাতা: বর্তমানে বাংলাদেশের (Bangladesh) যে পরিস্থিতি তাতে একাধিক মানুষ চোরা পথ অবলম্বন করে সীমান্ত পেরিয়ে ভারতে অনুপ্রবেশ করছে। কখনও ভূয়ো আধার কার্ড (Aadhar Card) বানিয়ে, কখনও আবার লুকিয়ে। এরকমই এক ঘটনা ফের সামনে আসতেই হতবাক প্রশাসন। সীমান্ত থেকে আসা এক পণ্যবাহী লরিতেই এবার ভারতে প্রবেশের চেষ্টা। বিএসএফ (BSF)-এর হাতে আটক এক বাংলাদেশি যুবক।
বিএসএফ সূত্রে জানা গিয়েছে, বৃহস্পতিবার সকালে ভারত-বাংলাদেশ (India-Bangladesh Border) হিলি সীমান্ত (Hili Border) দিয়ে ভারতে প্রবেশের চেষ্টা করে এক বাংলাদেশি নাগরিক। এক পণ্যবাহী গাড়ি বাংলাদেশ থেকে ফিরে আসছিল। আর সেই সময় চালকের নজর এড়িয়ে লরির পিছনে ত্রিপল জড়িয়ে লুকিয়ে পড়ে সে। এরপর বাংলাদেশ থেকে হিলি সীমান্ত দিয়ে ভারতে প্রবেশের পর বিএসএফের (BSF) চেকিং করতেই, ধরা পড়ে ওই বাংলাদেশি যুবক। জানা গিয়েছে, ধৃতের নাম ডাবলু শেখ। বাড়ি বাংলাদেশের গাইবান্ধায় ৷
বিষয়টি নজরে আসতেই বিএসএফের (BSF) উর্ধ্বতন কর্তৃপক্ষ ধৃত বাংলাদেশি নাগরিক এবং লরির চালককে আটক করে বিওপিতে নিয়ে যায়। ধৃত ওই বাংলাদেশি যুবক কেন কী উদ্দেশ্যে ভারতে প্রবেশ করছিল? তা নিয়ে জিজ্ঞাসাবাদ চলছে। পাশাপাশি ওই লরির চালককেও জিজ্ঞাসাবাদ করছে বিএসএফ আধিকারিকরা। এই ঘটনায় চাঞ্চল্য ছড়িয়েছে হিলি সীমান্তে (Hili Border)।
প্রসঙ্গত, গত কয়েকদিনেও বাংলাদেশ (Bangladesh) থেকে ভুয়ো আধার কার্ড তৈরি করে এই দেশে রয়েছে এমন চারজনের সন্ধান পেয়েছে পুলিশ। এক মহিলা বাংলাদেশ থেকে এসে উত্তরপ্রদেশের এক বাড়িতে পরিচারিকার কাজ করতেন। সন্দেহজনক ভেবে বাড়ির মালিক আধার কার্ড দেখতে চাইলে ধৃত মহিলা যে বাংলাদেশ থেকে ভুয়ো আধার কার্ড বানিয়ে ভারতে এসেছেন তা স্বীকার করেন। অন্যদিকে, এক ব্যক্তি সহ তার স্ত্রী ও সন্তানের আধার কার্ড (Aadhar Card) দেখে সন্দেহে জানা যায় আধার কার্ডে থাকা ঠিকানার বর্তমানে কোনো অস্তিত্ব নেই।