
বাগদা: দিদির দূত (Didir Doot) হিসেবে গ্রামে গিয়ে এবার বাসিন্দাদের ক্ষোভের মুখে বাগদার বিধায়ক তথা বনগাঁ জেলা তৃণমূল কংগ্রেসের সভাপতি বিশ্বজিৎ দাস৷ ‘‘ঘুরে আরেকটা পঞ্চায়েত ভোট চলে এলো! অথচ রাস্তা কেন সংস্কার হল না?’’- বিধায়কের গাড়ি আটকে জানতে চাইলেন গ্রামের মহিলারা৷ ঘটনাস্থল উত্তর ২৪ পরগণার বাগদার গাড়াপোতা গ্রাম পঞ্চায়েত এলাকার নকফুল মাঠপাড়া এলাকা৷ পরিস্থিতি সামলাতে বিধায়ক নিজের মোবাইল নম্বর বিলি করে দ্রুত সমস্যা সমাধানের আশ্বাস দেন৷
স্থানীয় সূত্রের খবর, এদিন দিদির দূত হিসেবে বাগদার গাড়াপোতা গ্রাম পঞ্চায়েত এলাকায় গিয়েছিলেন বাগদার বিধায়ক। আগাম সে ‘খবর’ জানতে পেরে রাস্তার ধারে দাঁড়িয়েছিলেন গাড়াপোতা গ্রাম পঞ্চায়েত এলাকার নকফুল মাঠপাড়া এলাকার মহিলারা৷ বিধায়কের গাড়ি আসতে দেখেই তাঁরা রাস্তা ঘিরে ফেলেন৷ শুরু হয় বিক্ষোভ৷ রীতিমতো ‘গো ব্যাক’ স্লোগানও দেন কয়েকজন৷ পরিস্থিতি সামলাতে গাড়ি থেকে নামেন বিশ্বজিৎ৷
তৃণমূলের একাংশ জন প্রতিনিধি এবং একাংশ নেতার ব্যবহারে রীতিমতো ক্ষোভ প্রকাশ করতে দেখা যায় তাঁদের৷ আন্দোলনকারীরা নিজেদের তৃণমূল সমর্থক হিসেবে দাবি করে বিশ্বজিৎকেবলেন, ‘‘পাঁচ বছর আগে পঞ্চায়েত ভোটের সময় এই রাস্তা সংস্কারের আশ্বাস দিয়েছিলেন৷ ঘুরে আরেকটা ভোট চলে এলো৷ অথচ রাস্তা সংস্কার হল না৷’’ মহিলাদের শান্ত করতে নিজের মোবাইল নম্বর সকলকে দিয়ে দেন বিধায়ক (Didir Doot)৷ বলেন, ‘‘এখন থেকে যেকোনও সমস্যা আমাকে ফোন করবে আর কথা দিচ্ছি, ফিরে গিয়ে দ্রুত রাস্তা সংস্কারের ব্যবস্থা করব৷ ’’ এরপরই পরিস্থিতি শান্ত হয়৷
আরও পড়ুন: ‘মা আমি ফেঁসে গিয়েছি’, শিব চতুদর্শীতে গ্রামের বাড়িতে এসে বলেছিল গোপাল