“আবাস যোজনা-মিড ডে মিল, বাংলায় একটাও ভুল ধরতে পারেনি কেন্দ্রীয় দল”, সভামঞ্চ থেকে দাবি অভিষেকের

0
40
Abhishek Banerjee

খাস ডেস্ক: “আবাস যোজনা থেকে ১০০ দিনের কাজের প্রকল্পে আত্মসাৎ হোক বা মিড ডে মিল! বাংলায় একটাও দুর্নীতি ধরতে পারেনি কেন্দ্রীয় দল।” কেশপুরের সভামঞ্চ থেকে এমনটাই দাবি করলেন তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায় (Abhishek Banerjee on corruption in Bengal)। শুধু তাই নয়, এদিন সভা থেকেই গেরুয়া শিবিরের বিরুদ্ধে তোপ দাগলেন তিনি। বললেন, “বাংলায় জিততে পারেনি বলেই এই সব মিথ্যে দুর্নীতির অভিযোগ তুলে প্রতিশোধ নিচ্ছে বিজেপি।”

বিস্তারিত খবর, লাইভ ভিডিও সহ সমস্ত রকম আপডেট পেতে লাইক করুন আমাদের ফেসবুক পেজ: https://www.facebook.com/khaskhobor2020/

- Advertisement -

প্রসঙ্গত, বাংলাজুড়ে একের পর এক দুর্নীতির অভিযোগ উঠে আসছে। কখনও আবাস যোজনায় (Awas Yojana) দুর্নীতির অভিযোগ তুলে বিক্ষোভ, কখনও আবার ১০০ দিনের কাজের প্রকল্পে আত্মসাতের অভিযোগ তুলে সরব হয়েছেন বিরোধীরা। শুধু তাই নয়, মিড ডে মিলের খাবারে মিলছে সাপ, ব্যাঙ, টিকটিকি, পোকামাকড়। রাজ্যের বিভিন্ন প্রান্ত থেকে প্রতিনহত উঠে আসছে একাধিক অভিযোগ। যার জেরে শোরগোল রাজ্য রাজনীতিতে। এর আগে দুর্নীতির অভিযোগ তুলে টুইট করেছিলেন রাজ্যের বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী (Suvendu Adhikari)। তারপরেই কেন্দ্র থেকে রাজ্যের একাধিক দুর্নীতি খতিয়ে দেখতে বিশেষ দল পাঠানো হয় বাংলায়।

আরও পড়ুন-“কয়েকজন দলীয় নেতার কাজের জন্য তৃণমূলের নাম ‘বদনাম’ হবে, তা কখনই সহ্য করব না”

এদিন সভামঞ্চে উঠেই জানিয়েদিলেন এই সভা তাঁর জীবনের সবচেয়ে শ্রেষ্ঠ জনসভা। কারণ, কেশপুরের এই সভা ছাপিয়ে গিয়েছে আগের সমস্ত সভার জমায়েতকে। আর এই সভাতেই তিনি স্বীকার করে নিলেন, কেশপুরে দলের গোষ্ঠীদ্বন্দ্বের কথা। শুধু তাই নয়, পঞ্চায়েত ভোটের আগে সভামঞ্চ থেকে দলীয় নেতাদের কড়া বার্তা দিলেন তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায় (Abhishek Banerjee in Keshpur)।

সারাদিনের সমস্ত খবরের আপডেট পেতে ডাউনলোড করুন খাস খবর অ্যান্ড্রয়েড অ্যাপ: https://play.google.com/store/apps/details?id=app.aartsspl.khaskhobor

সভামঞ্চ থেকে তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায় গেরুয়া শিবিরকে লাগাতার তোপ দাগলেন। বললেন, “বিজেপির যত ক্ষমতা বেড়েছে ততই বাংলায় মানুষের পেটে আঘাত লেগেছে। বাংলায় জিততে পারেনি বলেই বিজেপি ভুলভাল অভিযোগ তুলেছে। শুধু তাই নয়, নিজেদের ঠিক প্রমাণ করবে বলেই ১৭ লক্ষ পরিবারের টাকা ইচ্ছাকৃতভাবে আটকে রাখা হচ্ছে। আর চারদিন অন্তর অন্তর দিল্লি থেকে ভুল ধরার জন্য কেন্দ্রীয় দল পাঠাচ্ছে। কিন্তু এখনও পর্যন্ত একটাও ভুল ধরতে পারেনি।” পাশাপাশি এদিন মঞ্চ থেকে বাংলায় আবাস যোজনা ও একশো দিনের টাকা বন্ধ নিয়েও ক্ষোভ প্রকাশ করেন তিনি।