অশোকনগর: কেউ ভুল বকছেন অর্থাৎ বিজেপি মানেই তৃণমূল। কেউ আবার ত্রিপুরাতে গিয়ে তার গান তাকেই শোনাচ্ছেন! সামনের সারিতে নয় পেছনে বসে আছেন! এভাবেই নাম না করে মুকুল রায় এবং বাবুল সুপ্রিয়কে তীব্র কটাক্ষ করলেন প্রাক্তন ক্রিকেট খেলোয়াড় তথা বিজেপির বারাসত সাংগঠনিক জেলার নবনিযুক্ত সভাপতি, বিধায়ক অশোক দিন্দা।
বৃহস্পতিবার দলীয় এক অনুষ্ঠানে যোগ দিতে এসে অশোক বলেন, ‘‘২১৩ টা আসনে জেতার পরও বিজেপির ঘর ভাঙাতে হচ্ছে৷ এর থেকেই তো স্পষ্ট, তৃণমূল বিজেপিকে ভয় পেয়েছে৷’’ এরপরই নাম না করে মুকুল রায়, বাবুল সুপ্রিয়দের উদ্দেশ্যে কটাক্ষ ছুঁড়ে দেন তিনি৷
একই সঙ্গে বলেন, ‘‘বিজেপির মিটিং করতে দেওয়া চলবে না, বিজেপিকে আন্দোলন করতে দেবে না, বিজেপিকে সংগঠিত করতে দেওয়া হবে না এমনটাই মনোভাব রাজ্যের শাসক দল তৃণমূলের। পুরো রাজ্যে এই অরাজকতা চলছে৷ তবে দরকার হলে আমরা পাড়ায় কারও বাড়ির সামনে, কারও বাড়ির ছাদে মিটিং করব, আমরা সংঘটিত থাকবই। মিটিং আমরা করবই৷’’
প্রসঙ্গত, অশোকনগরের কচুয়া মোড় সংলগ্ন জয়জয়ন্তী অনুষ্ঠান গৃহে বিজেপির দলীয় অনুষ্ঠানের জন্য এদিন পুরসভার পক্ষ থেকে প্রথমে অনুমতি দেওয়া হলেও পরবর্তীতে তা বাতিল করে দেওয়া হয় বলে অভিযোগ৷ অভিযোগ করেছেন, ‘‘পুলিশ গুন্ডার মতো শাসকের হয়ে কাজ করছে৷’’ একই সঙ্গে কর্মীদের চাঙ্গা করতে তাঁর পরামর্শ, ‘‘যদি আমরা রুখতে পারি আর যেখানে আমাদের শক্ত সংগঠন রয়েছে আমরা চিনের প্রাচীরের মতো দাঁড়াতে পারি, তাহলে ওরা পিছু হঠতে বাধ্য৷’’
আরও পড়ুন: কথা বলার দরকার নেই, দিলীপবাবুরা শুয়ে থাকুন, রাজ্যের ঠিক ভুল বিচার করবে তৃণমূল: Firhad Hakim