নয়াদিল্লি: আয়কর জমা দেওয়ার শেষ দিন ছিল বুধবারই। আয়কর জমা না দিলেই দিতে হবে বিপুল জরিমানা। এবার নতুন মাসের শুরুতেই একাধিক নিয়মের পরিবর্তন আনছে, এই নিয়ম না জানলেই পড়তে হবে বিপদে। পয়লা অগস্ট থেকেই আসছে এই পরিবর্তন। জেনে নিন কি কি নিয়মের পরিবর্তন হয়েছে-
এইচডিএফসি ব্যাঙ্কের তরফে সিদ্ধান্ত নেওয়া হয়েছে যে এবার থেকে থার্ড পার্টি অ্যাপ বা তৃতীয় পক্ষের কোনও অ্যাপের মাধ্যমে ক্রেডিট কার্ডের(Credit Card) লেনদেন করলে, তার উপরে লেনদেনের উপরে চার্জ বসবে। ব্যাঙ্কের তরফে জানানো হয়েছে, ক্রেড, চেক, মোবিকুইক ও ফ্রিচার মতো অ্যাপের মাধ্যমে লেনদেন করলে ১ শতাংশ চার্জ ধার্য করা হবে। সর্বাধিক ৩০০০ টাকা পর্যন্ত চার্জ নেওয়া হবে। তবে ১৫ হাজার টাকার লেনদেনের উপরে ১ শতাংশ সার্ভিস চার্জ দিতে হবে। এছাড়া ইএমআই-র ক্ষেত্রেও ২৯৯ টাকা প্রসেসিং চার্জ নেওয়া হবে।
আবার, ১ অগস্ট থেকে ভারতে সস্তা হতে চলেছে গুগল ম্যাপসের পরিষেবা। এবার থেকে গ্রাহকদের ৭০ শতাংশ কম চার্জ দিতে হবে। পাশাপাশি ডলারের পরিবর্তে ভারতীয় মুদ্রাতেই চার্জ নেওয়া হবে। তবে সাধারণ ব্যবহারকারীদের উপরে এর কোনও প্রভাব পড়বে না। তাদের কোনও চার্জ দিতে হবে না।
প্রতি মাসের শুরুতেই তৈল বিপণনী সংস্থাগুলি আন্তর্জাতিক বাজারে পেট্রোলিয়ামজাত পণ্যের দাম পর্যালোচনা করে এলপিজি সিলিন্ডারের দাম ধার্য করে। গত মাসেই ১৯ কেজির বাণিজ্যিক এলপিজি সিলিন্ডারের দাম কমানো হয়েছিল। তবে ১৪. ২ কেজির এলপিজি সিলিন্ডার, যা গৃহস্থের বাড়িতে ব্যবহার হয়, সেই গ্যাস সিলিন্ডারের দামে কোনও পরিবর্তন হয়নি। আগামিকাল, অগস্ট মাসের প্রথমদিনে এলপিজি সিলিন্ডারের দাম কমে কি না, তাই-ই দেখার।