পার্থ ত্রিপাটি ও মিলন পণ্ডা, কাঁথি: মাদক বিরোধী অভিযানে নেমে বড় সাফল্য পেল পূর্ব মেদিনীপুর জেলার কাঁথি থানার পুলিশ। ২০ কেজি গাঁজা সহ দু’জন পাচারকারীকে গ্রেফতার করল। অভিযুক্তদের নাম শেখ সিরাজুল ও তাপস মাইতি। তাদের বাড়ি পূর্ব মেদিনীপুর জেলার নন্দীগ্রাম থানায় এলাকায়৷
বুধবার অভিযুক্তদের আদালতে পাঠানো হবে বলে পুলিশ সূত্রে জানা গিয়েছে। সূত্রের খবর, প্রতিবেশী রাজ্য উড়িষ্যা জলেশ্বর থেকে একটি যাত্রীবাহী বাসে ২০ কেজি গাঁজা নিয়ে আসছিল দুই যুবক। কাঁথি মহকুমা পুলিশ আধিকারিক দিবাকর দাসের নেতৃত্বে কাঁথির খড়গপুর বাইপাসে নাকা চেকিং শুরু করেন।
হাওড়া গামী যাত্রীবাসে তল্লাশি শুরু করে দু’জনকে আটক করে। ব্যাগে থাকা ২০ কেজি গাঁজা বাজেয়াপ্ত করে। পূর্ব মেদিনীপুর বিভিন্ন প্রান্তে ওই গাঁজা বিক্রি করা হত বলে পুলিশে জিজ্ঞাসাবাদে জানিয়েছে অভিযুক্তরা।
কাঁথি মহকুমা পুলিশ আধিকারিক দিবাকর দাস জানান, গোপন সূত্রে খবর পেয়ে অভিযান চালিয়ে দু’জনকে গ্রেফতার করা হয়েছে। ২০ কোজি গাঁজা বাজেয়াপ্ত করা হয়েছে। পুরো ঘটনাটি খতিয়ে দেখা হচ্ছে৷