পলাশ নস্কর, কলকাতা: সরকারি জমির উপর থাকা গাছ কাটার অভিযোগ৷ শুধু তাই সেই জমি প্রোমোটারকে বিক্রি করে দেওয়ার অভিযোগ উঠল এক ব্যক্তির বিরুদ্ধে৷ ঘটনায় অভিযুক্ত ওই ব্যক্তিকে গ্রেফতার করে বিধাননগর দক্ষিণ থানার পুলিশ৷
জানা গিয়েছে, বিধাননগর পুরনিগমের ৩৫ নম্বর ওয়ার্ডের পুরপিতা জয়দেব নস্কর গত ২৮ জুন বিধাননগর দক্ষিণ থানায় একটি অভিযোগ দায়ের করেন৷ তাতে তিনি জানান, সুকান্ত নগর লাগোয়া নবপল্লীতে একটি সরকারি জমির উপর থাকা গাছ কেটে ফেলা হয়েছে৷
আরও অভিযোগ, শুধু গাছ কাটাই নয়, সেই সরকারি জমি প্রোমোটারকে বিক্রি করা হয়েছে৷ এই ঘটনার অভিযোগ পাওয়ার পর সুজিত মোদক নামে এক অভিযুক্তকে গ্রেফতার করে বিধাননগর দক্ষিণ থানার পুলিশ৷ এই ঘটনায় তিন জনের নাম অভিযোগ দায়ের করা হয়েছিল৷ তাদের মধ্যে অন্যতম এই সুজিত মোদক৷
যদিও এই ঘটনার মূল অভিযুক্ত কার্তিক মাকাল, মনু চৌধুরী ও প্রোমোটার এখনও অধরা। ধৃত সুজিত মোদককে সোমবার বিধাননগর আদালতে তোলা হয়৷ ওই সরকারি জমি কেন বিক্রি করা হয়েছিল বা কিভাবে বিক্রি করা হয়েছিল সমস্ত বিষয়ে খতিয়ে দেখছে বিধাননগর দক্ষিণ থানার পুলিশ।