রেজাউল হক, পুরাতন মালদহ: ফের আলুর বন্ড জালিয়াতি করার অভিযোগ উঠল পুরাতন মালদহে (Malda)। আলুর বন্ডের (Potato bond) সিলে (seal) সই (signature) নকল করে সেই বন্ড বাজারে বিক্রি করে রমরমিয়ে ব্যবসা চালিয়ে যাওয়ার অভিযোগে গ্রেফতার পাঁচ অসাধু ব্যবসায়ী (Businessman)। ঘটনাটি ঘটে পুরাতন মালদহের (Malda) মহিষবাথানী অঞ্চলের গোটপাড়া এলাকার একটি বেসরকারী হিমঘরে। খবর দেওয়া হয়, মালদহ (Malda) থানায়।
স্থানীয় সূত্রে জানা গিয়েছে, গত রবিবার পুরাতন মালদহের (Malda) মহিষবাথানী অঞ্চলের এক বেসরকারী হিমঘরের এক গাড়ি চালক (Car Driver) ২০০ প্যাকেট আলুর বন্ড নিয়ে যায়। সেই বন্ড নকল দেখে চক্ষু চড়ক গাছ কতৃপক্ষের। হিমঘর কর্তৃপক্ষ ঘটনাস্থলেই ধরে ফেলেন দুইজনকে। ঘটনার একটি লিখিত অভিযোগ দায়ের করেন মালদহ (Malda) থানায়। সেই অভিযোগের পরিপ্রেক্ষিতে ওই দুজন ব্যক্তিকে গ্রেফতার করে পুলিশ (Police)। ধৃতদের তিন দিনের পুলিশি হেফাজতে চেয়ে জেলা আদালতে (Court) পেশ করে পুলিশ।
হিমঘর কর্তৃপক্ষ জানিয়েছেন, গ্রেফতার (Arrested) হওয়া দুজনের বাড়ি মালদহ (Malda) থানা এলাকার ৮ মাইল এলাকায়। তাদের একজনের নাম অভিজিৎ রাজবংশী, বয়স ২২। উপেন রাজবংশী, বয়স ৪০। পুলিশ সূত্রে খবর, ধৃতদের জেরা করে উঠে আসে আরও তিনজনের নাম। ওই তিনজনকেও গ্রেফতার (Arrested) করেছে মালদহ (Malda) থানার পুলিশ (Police)। তাদের বাড়ি গাজোল থানার বিভিন্ন এলাকায়। ধৃতদের নাম সঞ্জয়ের প্রসাদ ভগৎ, বয়স ৩৭, সুফল স্বর্ণকার, বয়স ৪২ এবং দুলাল সরকার, বয়স ৩৮। গত সোমবার দুপুর আনুমানিক সারে বারোটা নাগাদ ধৃত তিনজনকে জেলা আদালতে পেশ করে পুলিশ।
আলুর বন্ডের (Potato bond) সিল সই নকল এবং সেই বন্ড বাজারে বিক্রি করার ঘটনা জানাজানি হতেই ব্যাপক শোরগোল শুরু হয় এলাকা জুড়ে। হিমঘরের ম্যানেজার দীপক রাজবংশী অভিযোগ করে বলেন, “আমাদের কাছে ধৃত ব্যক্তিরা বন্ড জমা দিতে আসে। কিন্তু বারকোড বন্ড না মেলায় আমরা তাদেরকে ধরে ফেলি। পুলিশের কাছে খবর দেওয়া হয়। পুলিশ আসে গ্রেফতার করে তাদেরকে। যারা এ ধরনের কান্ড ঘটাচ্ছে তাদের গ্রেফতার করে শাস্তির দাবি জানাচ্ছি।”