ভূপতিনগর: তিনব্যাগ ভরতি তাজাবোমা উদ্ধারের ঘটনায় রীতিমত চাঞ্চল্য ছড়িয়েছে গোটা এলাকায়। পাশাপাশি এই ঘটনায় এক বিজেপি কর্মীকে গ্রেফতার করেছে পুলিশ। বিজেপি কর্মী গ্রেফতারে রাজনৈতিক চাপানউতোর শুরু হয়েছে।
পুলিশ সূত্রে জানা গিয়েছে, ধৃত যুবকের নাম জয়দেব দলাই। তার বাড়ি ভূপতিনগর থানার মধ্যভিলা গ্রামে। সে এলাকায় সক্রিয় বিজেপি কর্মী। রবিবার ধৃতকে কাঁথি আদালতে তোলা হয়। তার জামিন নাকচ করে জেল হেফাজতের নির্দেশ দেন।
আরও পড়ুন-মাদ্রাসা স্কুল পরিচালন সমিতির নির্বাচনকে ঘিরে ধুন্ধুমার, ফাটল মাথা, অভিযুক্ত তৃণমূল
ভোট-পরবর্তী শান্তি ফেরাতে তৎপর পুলিশ প্রশাসন। বিধানসভা নির্বাচনে আগে থেকেই পূর্ব মেদিনীপুর জেলায় ভগবানপুর বিধানসভা ভূপতিনগরের উত্তপ্ত ছিল। তৃণমূল ও বিজেপি কর্মী-সমর্থকদের বাড়ি ভাঙচুর বোমাবাজি ঘটনায় দফায় দফায় উত্তপ্ত ছিল বিভিন্ন এলাকা। এলাকার শান্তি ফেরাতে তৎপর ভুপতিনগর থানার পুলিশ।
সূত্রের খবর, ধৃত যুবকের বিরুদ্ধে এলাকার বোমাবাজি সহ একাধিক সমাজ বিরোধী কাজের সঙ্গে যুক্ত রয়েছে বলে পুলিশের দাবি। শনিবার তাজা বোমা নিয়ে এলাকায় অশান্তি করার উদ্দেশ্যে জ্বড়ো হয়েছিল জয়দেব দলাই সহ বেশ কয়েকজন যুবক। যদিও পুলিশকে দেখেই পালিয়ে যায় অভিযুক্ত। তবে পাশেই তিনটি তাজা বোমা ফেলে চম্পট দেয় তারা। গোপন সূত্রে খবর পেয়ে পুলিশ অভিযান চালিয়ে অভিযুক্ত যুবকের হাতে নাতে পাকড়াও করে। তিনটি ব্যাগ ভরতি তাজা বোমা উদ্ধার করে।
আরও পড়ুন-West Bengal Job: ক্লার্ক-ম্যানেজার সহ একাধিক পদে নিয়োগের বিজ্ঞপ্তি প্রকাশ, জানুন বিস্তারিত
এপ্রসঙ্গে ভূপতিনগর থানার এক পুলিশ আধিকারিক বলেন, “গোপন সূত্রে খবর পেয়ে হানা দিয়ে এক যুবককে গ্রেফতার করা হয়েছে। তিনটি ব্যাগ ভরতি বোমা উদ্ধার করা হয়েছে। পুরো ঘটনাটি তদন্ত করে দেখা হচ্ছে।” এবিষয়ে কাঁথি সাংগঠনীক জেলা বিজেপি নেতা তাপস দলাই বলেন, “শাসক দল তৃণমূল কংগ্রেস মদতে পুলিশ মিথ্যা মামলায় বিজেপি কর্মী সমর্থকদের ফাঁসাচ্ছে।পুলিশ এখন দলদাসে পরিনত হয়েছে।”
এই ঘটনায় বিজেপিকে কটাক্ষ করতে ছাড়েনি তৃণমূলও।ভগবানপুর ২ ব্লকের তৃনমূল নেতা মিহির ভৌমিক বলেন, “পুলিশ তার আইনী ব্যবস্থা গ্রহন করেছে। বিজেপি এই সব করে ধামাচাপা দেওয়া চেষ্টা করেছে। কিন্তু সত্য কে চেপে রাখা যাবে না। অভিযুক্তকে শাস্তি দেওয়া হবে।”