খাসডেস্ক: নিশ্চুপ। কোন প্রশ্নেরই উত্তর দিলেন না। সোমবারের মতো মঙ্গলবারও একই অবস্থান বহাল রাখলেন আরজি করের (R G KAR) ঘটনায় ময়নাতদন্তকারী চিকিৎসক অপূর্ব বিশ্বাস (APURVA BISWAS)। এই নিয়ে পরপর তিনদিন সিজিওতে দেখা গেল তাঁকে। রবিবার মুখ খুলেছিলেন আংশিক। সংবাদমাধ্যমের সামনে জানিয়ে ছিলেন ময়নাতদন্তের জন্য চাপ ছিল। কে বা কারা এই কাজ করল, স্বাভাবিকভাবে জানাননি কিছুই। আরজি করে তরুণী চিকিৎসকের ধর্ষণ ও খুনের ঘটনায় ময়নাতদন্ত নিয়ে আগেই প্রশ্ন উঠেছিল। আদালতের নির্দেশের বাইরে গিয়ে তড়িঘড়ি কেন ময়নাতদন্ত প্রশ্নের উত্তর খুঁজছেন তদন্তকারীরা।
আরও পড়ুন : ৪ দিনে ১৪ লাখ, বিতর্কের বিন্দুমাত্র রেশ পড়েনি তিরুপতির লাড্ডুতে
এদিকে মঙ্গলবার সিজিওতে (CGO) দেখা গেল আরজি করের এমএসভিপি (MSVP) সপ্তর্ষি চট্টোপাধ্যায়কে। সঙ্গে ছিলেন দু-জন পিজিটি। প্রশ্ন করতেই এমএসভিপি জানালেন কিছু নথি জমা করতেই এসেছেন তিনি। তবে সঙ্গে কেন দুই পিজিটি? এই প্রশ্নের উত্তরে সপ্তর্ষি জানান, তিনি জানেন না কেন দুই পিজিটি এখানে এসেছেন। গন্তব্য একই হওয়ায় তিনজন একই সঙ্গে এসেছেন। জানা গিয়েছে ঘটনার পর থেকে বেপাত্তা ছিলেন দুজনই।
আরও পড়ুন : শিশুকন্যাকে মেরে স্কুলের মধ্যেই পুঁতে দিলেন প্রিন্সিপাল, গ্রেফতার অভিযুক্ত
আরজি কর (R G KAR) কাণ্ডে গ্রেফতার হয়েছেন একাধিক। কেউ দুর্নীতির অভিযোগে, কেউ ধর্ষণ ও খুনের অভিযোগে। সিবিআই যে তদন্তের গতি বাড়িয়েছে তা একপ্রকার নিশ্চিত। গত শুনানিতে সুপ্রিম কোর্টে স্টেটাস রিপোর্ট জমা দিয়েছিল সিবিআই। রিপোর্ট দেখে উদ্বিগ্ন হয়েছিলেন বিচারপতি। ১ লা অক্টোবর রয়েছে শীর্ষ আদালতে পরবর্তী শুনানি। এই পরিস্থিতিতে সিবিআই সেদিন কি রিপোর্ট জমা দেন সেটাই এখন দেখার।