খাসডেস্ক: দিন কয়েক আগেই গরুপাচার মামলায় (COW SMUGGLING CASE) জামিন পেয়েছেন অনুব্রত কন্যা সুকন্যা মণ্ডল। তখন থেকেই শুরু হয়েছিল কাউন্টডাউন। মেয়ের পর কি এবার তাহলে বাবার পালা? দল ও দলের বাইরে শুরু হয়েছিল কানাঘুষো। জল্পনা হল সত্যি। শুক্রবার গরু পাচার মামলায় অনুব্রত মণ্ডলকে (ANUBRATA MONDAL) জামিন দিল দিল্লির রাউস অ্যাভিনিউ কোর্ট।
আরও পড়ুন: শীর্ষ আদালতে চরম ভর্ৎসনা, মামলাই তুলে নিল সিবিআই
গরুপাচার মামলায় প্রথমে অনুব্রত মণ্ডলকে গ্রেফতার করে সিবিআই। দীর্ঘদিন ছিলেন আসানসোল জেলে। এরপর বীরভূমের বাঘকে খাঁচাবন্দি করে ইডি। আসানসোল থেকে অনুব্রত মণ্ডলকে উড়িয়ে নিয়ে আসা হয় দিল্লিতে। ঠাঁই হয় তিহাড় জেলে। তবে সিবিআই মামলায় আগেই জামিন পেয়েছে অনুব্রত। ১০ লক্ষ টাকার বন্ডে অনুব্রতর জামিন মঞ্জুর হয়েছে। পুজোর আগেই নিজের‘ডেরায়’ফিরবে সদ্য খাঁচা থেকে মুক্ত হওয়া‘বীরভূমের বাঘ’।
আরও পড়ুন: ঘিয়ের বদলে প্রসাদী মিষ্টিতে গরু, শূকোরের চর্বি, রিপোর্ট তলব করল কেন্দ্রীয় স্বাস্থ্যমন্ত্রক
২০২২ সালের ১১ অগস্ট গরু পাচার মামলায় (COW SMUGGLING CASE) অনুব্রত মণ্ডলকে (ANUBRATA MONDAL) গ্রেফতার করেছিল সিবিআই (CBI)। দু’বছর আগে বীরভূমের নিচুপট্টি এলাকায় নিজের বাড়ি থেকেই অনুব্রতকে গ্রেফতার করে নিয়ে গিয়েছিল সিবিআই। দীর্ঘদিন জেলবন্দী থাকা সত্ত্বেও অনুব্রতর বিরুদ্ধে কোন পদক্ষেপ করেনি দল। এমনকি জেলা সভাপতি পদে আনা হয়নি অন্য কাউকে। বদলে কোর কমিটি গঠন করেছিলেন তৃণমূল নেত্রী স্বয়ং। বাংলায় বিধানসভা ভোট আর খুব বেশি দেরি নেই। এই পরিস্থিতিতে অনুব্রতর ফিরে আসা বীরভূমের মাটিতে তৃণমূলের পায়ের তলার ভিত আরও পোক্ত হবে বলে মনে করছেন রাজনীতিবিদদের একাংশ।