ওঝার কেরামতিতে প্রাণ খোয়াল ৮ বছরের শিশু, শোকের ছায়া এলাকায়

0
47

সুদেষ্ণা মন্ডল , পাথরপ্রতিমা: একবিংশ শতকে দাঁড়িয়ে এখনও কুসংস্কারে আচ্ছন্ন রয়েছে সুন্দরবনের বিভিন্ন প্রান্ত। এখনও গ্রাম বাংলার মানুষের আস্থা রয়েছে ওঝা ও গুনিনের উপর। ওঝার ওপর আস্থা রেখে আবারও তার মাশুল দিত হলো সুন্দরবনের বর পরিবারের সদস্যদের।

সাপের কামড়ের রোগীকে স্বাস্থ্য কেন্দ্রে না নিয়ে গিয়ে পরিবারের লোকজন গুণিনের বাড়িতে নিয়ে গিয়ে ঘন্টার পর ঘন্টা ধরে চলল ঝাড়ফুঁক ও মন্ত্র উচ্চারণ। দেহে আর প্রাণসঞ্চার হল না । মৃত্যু হল ৮ বছরের শুভ বরের। ঘটনাটি ঘটেছে দক্ষিণ ২৪ পরগনা জেলার পাথরপ্রতিমার অচিন্ত্যনগর গ্রাম পঞ্চায়েতের বিষ্ণুপুর এলাকায়।

- Advertisement -

আরও পড়ুন-পূর্বসূরীদের স্মরণে অজানার উদ্দেশ্যে পাড়ি দিলেন ৭ জন

স্থানীয় সূত্রে জানা গিয়েছে, শংকর বর ও মালতী বরের এক মাত্র ছেলে শুভ বর। সংসারে হাল ফেরাতে দম্পতি দিল্লিতে পরিযায়ী শ্রমিকের কাজ করে। শুভ ঠাকুরদা ও ঠাকুরমার কাছে থাকতো। শুক্রবার ভোরে ঘুমাবার সময় সাপে কামড় দেয় ওই শিশুর। যন্ত্রণায় চিৎকার করে ওঠে শিশুটি। পাশেই ছিল ঠাকুমা এবং দিদি। নাতির কান্নায় ঘুম ভেঙে যায় তার, হঠাৎ দেখতে পায় বিছানার মধ্যে বিশাল বড় বিষধর সাপ এবং একটি ব্যাঙ।

যদিও ঠাকুমা বুঝতে পারে নাতিকে কামড়েছে সাপ। সঙ্গে সঙ্গে চিকিৎসকের কাছে না নিয়ে গিয়ে এলাকার নিরঞ্জন বর নামে ওঝার কাছে নিয়ে যায়। সারা রাত ধরে চলে ঝাড়ফুঁক মন্ত্র উচ্চারণ। অবস্থার অবনতি হওয়ায় অনেক বেলায় গদামথুরা প্রাথমিক স্বাস্থ্যকেন্দ্রে নিয়ে আসা হয়। ততক্ষণের সব শেষ চিকিৎসক মৃত বলে ঘোষণা করেন।বর্তমানে শিশুটিকে ময়নাতদন্তের জন্য কাকদ্বীপ পাঠানো হচ্ছে।

আরও পড়ুন-অবশেষে কাটল জট, ডাক না পাওয়া ১১০০ জনের নিয়োগের বিজ্ঞপ্তি দিল SSC 

বর্তমানে বিজ্ঞানের যুগে কুসংস্কারের আচ্ছন্ন এখনো বহু মানুষ তারই প্রমাণ মিলল পাথরপ্রতিমায়। এই ঘটনায় এলাকায় শোকের ছায়া নেমে এসেছে। এরপরই ওই ওঝাকে আটকে এলাকাবাসীর বিক্ষোভ দেখাতে থাকে।ঘটনায় খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছালে পাথরপ্রতিমা থানার পুলিশের হাতে আটক ওঝা।

এপ্রসঙ্গে বিষ্ণুপুর গ্রাম পঞ্চায়েতের সদস্য বরুন বর জানান, বারে বারে পঞ্চায়েতের পক্ষ থেকে মানুষকে সচেতন করলেও এখনও মানুষ কুসংস্কারের অন্ধকারে নিমজ্জিত রয়েছে। মানুষকে কুসংস্কারের অন্ধকার থেকে মুক্ত করতে পঞ্চায়েতের তরফ থেকে চেষ্টা চালানো হচ্ছে।