BJP করার অপরাধে বাড়িতে ঢুকে ভাঙচুর, স্ত্রীকে শ্লীলতাহানির অভিযোগ TMC’র বিরুদ্ধে

0
23

হুগলি: শাসক-বিরোধী সংঘর্ষের জেরে প্রায়ই বেসামাল হয় পরিস্থিতি। কর্মীদের মারধর, পার্টি অফিস বা বাড়িতে ভাংচুরের মত অভিযোগ প্রায়ই শোনা যায়। এবার এক বিজেপি কর্মীর স্ত্রীকে শ্লীলতাহানির অভিযোগ শাসক দল তৃণমূল কংগ্রেসের বিরুদ্ধে। শাস্তির দাবিতে বিক্ষোভ দেখাতে শুরু করে বিজেপি। এই ঘটনায় উত্তপ্ত হয়ে ওঠে হুগলির খানাকূল।

আরও পড়ুন: পুরনো এবং নতুন টেট উত্তীর্ণদের মধ্যে নম্বরের বিস্তর ফারাক, কড়া ব্যবস্থা কলকাতা হাইকোর্টের

- Advertisement -

অভিযোগ, বিজেপি করার অপরাধে বৃহস্পতিবার রাতে এক ব্যক্তির বাড়িতে ঢুকে ভাঙচুর চালায় তৃণমূলের দুষ্কৃতীরা। তাঁকে বাড়ি থেকে টেনে এনে মারধর করা হয়। ছেলেকে বাঁচাতে গিয়ে আক্রান্ত হয়েছেন বৃদ্ধা মা। এমনকি বিজেপি কর্মীর স্ত্রীর সঙ্গে অসভ্য আচরণ করা হয়েছে বলেও অভিযোগ। বর্তমানে তাঁরা প্রত্যেকেই বর্তমানে হাসপাতালে চিকিৎসাধীন। অভিযুক্তদের শাস্তির দাবিতে বিজেপি কর্মীরা রাস্তা অবরোধ করে বিক্ষোভ দেখায়। থানায় শ্লীলতাহানি এবং মারধরের অভিযোগ দায়ের করা হয়েছে। তবে এখনও কাউকে গ্রেফতার করা হয়নি বলেই খবর।

অভিযোগ অস্বীকার করেছে তৃণমূল। তাদের পাল্টা দাবি বিজেপির গোষ্ঠীকোন্দলের জেরেই এই হামলা হয়েছে। এমনকি বিজেপির ছেলেরা মদ খেয়ে এলাকায় অশান্তি করে বলেও অভিযোগ করা হয়।

আরও পড়ুন: “লিটিল চ্যাম্পে ষষ্ঠ স্থান অধিকার করে মানুষের এত সাড়া ও ভালোবাসা পাব তা ভাবতেও পারিনি”, বললেন রাফা