বজবজ: মধ্য রাতে ঘুমন্ত অবস্থায় শিশুকণ্যাকে ঘর থেকে তুলে নিয়ে গিয়ে যৌন হেনস্তার অভিযোগ উঠল। এই রকম এক ঘটনা জানাজানি হতেই চাঞ্চল্য ছড়িয়ে পড়ে গোটা এলাকায়। পুলিশ বিষয়টি নিয়ে তদন্ত শুরু করেছে। অভিযুক্তের খোঁজে তল্লাশিও চালাচ্ছে তারা।
এই চাঞ্চল্যকর ঘটনাটি ঘটেছে দক্ষিণ ২৪ পরগণার (South 24 Parganas) বজবজের (Budge Budge) এক এলাকায়। স্থানীয় সূত্রে জানা গিয়েছে, গত শনিবার মধ্য রাতে ঘরে ঢুকে ঘুমন্ত অবস্থায় পঞ্চম শ্রেনির এক শিশু কণ্যাকে তুলে নিয়ে যায় কোনও এক ব্যক্তি। সেই সময় ওই ঘরেই তাঁর মা, বাবা এবং ভাইও ঘুমোচ্ছিল। কিন্তু সকাল হতেই মেয়েকে ঘরে না দেখতে পেয়ে খোঁজাখুঁজি শুরু করে মেয়েটির পরিবারের সদস্যরা। এরপর আচমকাই তাঁকে হেঁটে বাড়ি ফিরতে দেখা যায়। তাঁকে জিজ্ঞাসাবাদ করে জানতে পারে, কোনও এক অপরিচিত ব্যক্তি তাঁকে নিয়ে গিয়েছিল। সেখানেই তাঁকে যৌন নির্যাতন করা হয়। কিন্তু ওই ব্যক্তি কে তা সঠিকভাবে বলতে পারেনি নির্যাতিতা।
এই ঘটনার কথা শুনেই নির্যাতিতার পরিবার স্থানীয় থানায় অভিযোগ দায়ের করে। পুলিশ গোটা বিষয়টি খতিয়ে দেখছে। ইতিমধ্যেই কয়েকজনকে জিজ্ঞাসাবাদও করেছে পুলিশ। তবে অভিযুক্তের খোঁজ না পাওয়ায় তল্লাশি চালানো হচ্ছে। এই বিষয়ে নির্যাতিতা বলেছে, “ওই আংকেল বলেছিল এই কথা কাউকে বললে তাকে গুলি করা হবে।” পুলিশের দাবি, নির্যাতিতার খুব পরিচিত কেউই এই ঘটনাটি ঘটিয়েছে। সেই ব্যক্তি পরিবারের পূর্ব পরিচিত। নির্যাতিতার শারীরিক পরীক্ষায়ও করানো হয়েছে।
প্রসঙ্গত, আরজিকর মেডিক্যাল কলেজে চিকিৎসক পড়ুয়ার ধর্ষণ এবং খুনের ঘটনার প্রতিবাদে সামিল গোটা দেশ তথা রাজ্য। আর এই আবহেই একের পর এক যৌন নির্যাতনের ঘটনায় প্রশ্ন উঠছে নারী নিরাপত্তা নিয়ে। কিভাবে বাড়ির দরজা খুলে বাকি সকলের মধ্য দিয়ে মেয়েটিকে নিয়ে গেল অভিযুক্ত তাও ভাবাচ্ছে নির্যাতিতার পরিবার-সহ স্থানীয় বাসিন্দাদের।