নিজস্ব সংবাদদাতা, ব্যারাকপুর: তৃণমূল করার অপরাধে কর্মীর বাড়িতে আগুন লাগিয়ে দেওয়ার অভিযোগ উঠল বিজেপির বিরুদ্ধে৷ ঘটনাটি ঘটেছে উত্তর ২৪ পরগণার নৈহাটিতে৷ আক্রান্ত তৃণমূল কর্মীর নাম সমর দাস৷ ঘটনার খবর পেয়ে শুক্রবার দুপুরে আক্রান্ত তৃণমূল কর্মীর বাড়িতে যান নৈহাটির বিধায়ক পার্থ ভৌমিক৷
জানা গিয়েছে, গভীর রাতে বিজেপি আশ্রিত দুষ্কৃতীরা সমীর দাসের বাড়িতে ও কারখানায় আগুন লাগিয়ে দেয়৷ কারখানাটি আগুনে ভস্মীভূত হয়ে যায়৷ ক্ষয়ক্ষতির পরিমাণ প্রায় লক্ষাধিক টাকা৷ তিনি অভিযোগ করে জানান, তাঁর এই ক্ষতির পিছনে বিজেপি আশ্রিত দুষ্কৃতী ছাড়া আর কেউ দায়ী না৷
ঘটনার খবর পেয়ে শুক্রবার আক্রান্ত তৃণমূল কর্মীর সঙ্গে দেখা করতে যান নৈহাটির বিধায়ক পার্থ ভৌমিক৷ তিনি আক্রান্ত তৃণমূল কর্মীর পরিবারের পাশে দাঁড়ান। পার্থ ভৌমিক বলেন, ‘‘বিজেপি বাংলাটাকে উত্তরপ্রদেশ বানাতে চাইছে। ওদের শাসন ক্ষমতায় নাগরিকরা কেউ সুরক্ষিত নয়। নৈহাটির এই ঘটনা তার প্রমাণ। ওরা ক্ষমতায় আসলে বাংলার মা বোনরা কেউ সুরক্ষিত থাকবে না।’’
কারখানার মালিক সমর দাস অভিযোগ করে বলেন, “বৃহস্পতিবার রাতে আমার বড়ি থেকে একটু দূরে বিজেপির একটি সভা ছিল৷ সেই সভার শেষে দুষ্কৃতীরা এসে আমার এই ছোট বড়ি কারখানায় আগুন লাগিয়ে পালিয়ে যায়। এই ঘটনায় কারখানাটি সম্পূর্ণ ভস্মীভূত হয়ে গিয়েছে। লক্ষাধিক টাকার ক্ষয়ক্ষতি হয়েছে আমার৷’’
তবে রাতে কারখানায় কেউ না থাকায় হতাহতের কোনো খবর নেই। যদিও বিজেপির পক্ষ থেকে আগুন লাগানোর অভিযোগ অস্বীকার করা হয়েছে। স্থানীয় বিজেপি কর্মীদের দাবি, তৃণমূলের গোষ্ঠী কোন্দলের কারণে এই ঘটনা ঘটেছে। বিজেপির কেউ এই ঘটনায় জড়িত নয়। এদিকে নৈহাটি থানার পুলিশ গোটা ঘটনার তদন্ত শুরু করেছে। এই ঘটনায় এখনও কেউ গ্রেফতার হয়নি।
ভোটের দিন যত এগোচ্ছে ততই অশান্ত হচ্ছে উত্তর ২৪ পরগণা জেলা। ফের উত্তপ্ত হয়ে উঠল বৃহস্পতিবার৷ তারই নির্দশন নৈহাটি পুরসভার ৯ নম্বর ওয়ার্ডের আম্রপল্লী অএলাকায় তৃণমূল কর্মীর বড়ি কারখানায়৷ রাতের অন্ধকারে দুষ্কৃতীরা আগুন লাগিয়ে দেয় বলে অভিযোগ। তৃণমূল কর্মী সমর দাসের অভিযোগ, তাঁর বড়ি কারখানায় বিজেপি অশ্রিত দুষ্কৃতীরা আগুন লাগিয়ে দেয়৷