মুর্শিদাবাদ: আরজিকর মেডিক্যাল কলেজে চিকিৎসক পড়ুয়াকে ধর্ষণ এবং খুনের ঘটনায় বিক্ষোভে সামিল গোটা দেশ। আর এই আবহেই সামনে আসছে একের পর এক নারী নির্যাতনের ঘটনা। এই রকমই এক ঘটনার সাক্ষী হল মুর্শিদাবাদবাসী (Murshidabad)। প্রাথমিক স্কুলের ছাত্রীদের উত্তক্ত ও শ্লীলতাহানির অভিযোগ উঠল এক দর্জির বিরুদ্ধে। ঘটনা সামনে আসতে ক্ষোভে ফাটে পড়েন এলাকাবাসী সহ ছাত্রীদের অভিভাবকেরা। তবে পুলিশ গ্রেফতার করেছে অভিযুক্তকে।
ঘটনাটি ঘটেছে মুর্শিদাবাদ (Murshidabad) জেলার ফরাক্কা (Farakka) থানার অর্জুনপুর এলাকায়। স্থানীয় সূত্রে জানা গিয়েছে, অর্জুনপুর রেলগেটের ধারে একটি কাপড়ের দোকান আছে অভিযুক্ত যুবকের। সেই দোকানের সামনে দিয়েই যাতায়াত করে প্রাথমিক স্কুলের ছাত্রীরা। এই যাওয়া আসার পথেই অভিযুক্ত যুবক ছাত্রীদের পিছু নিয়ে পৌছায় স্কুলের পিছনে নিরিবিলি রাস্তায়। সেখানেই তাঁদের শ্লীলতাহানির চেষ্টা করে অভিযুক্ত। তাঁরা বিষয়টি অভিভাবকদের জানালে তাঁরা ফারাক্কা থানায় অভিযোগ দায়ের করেন।
এই ঘটনা সামনে আসতেই ব্যাপক চাঞ্চল্য ছড়ায় গোটা এলাকায়। ইতিমধ্যেই ফারাক্কা (Farakka) থানার পুলিশ পকসো আইনে অভিযুক্তকে গ্রেফতার করেছে। সোমবার তাঁকে আদালতেও তোলা হয়েছে। পুলিশ সূত্রে খবর, অভিযুক্ত যুবকের নাম ঔরঙ্গজেব নাদাব, বয়স ২৪। বাড়ি ফারাক্কা থানার অর্জুনপুর পঞ্চায়েতের ভবানীপুর গ্রামে। এই ঘটনার পর ছাত্রীরা জানিয়েছে, তাঁদের সকলেরই বাড়ি অর্জুনপুর দিয়ারাপাড়ায়। অভিযুক্ত যুবক প্রতিনিয়তই তাঁদের স্কুলে যাওয়া আসার পথে নিরিবিলি রাস্তায় নিয়মিত উত্যক্ত করত। অশালীন আচরণও করত তাঁদের সঙ্গে।