বাঁকুড়া: এক মহিলা বাউল শিল্পীকে পুড়িয়ে মারার অভিযোগ উঠল শ্বশুর বাড়ির লোকেদের বিরুদ্ধে। ঘটনাটি ঘটেছে বাঁকুড়ার ইন্দাস থানা এলাকার ফতেপুর গ্রামে। মৃত মহিলা বাউল শিল্পীর নাম সুশীলা দাস।
জানা গিয়েছে, বছর ১৩ আগে বাউল শিল্পী সুশীলা দাসের সঙ্গে ফতেপুর গ্রামের শুভ দাসের বিয়ে হয়। তাদের দু’টি সস্তানও রয়েছে। সাম্প্রতিক সময়ে বাউল শিল্পী হিসেবে বেশ নাম ডাক হয়েছিল সুশীলা দাসের। অজস্র অনুষ্ঠানে অংশ নেওয়ার পাশাপাশি একাধিক ক্যাসেট রয়েছে তাঁর।
যদিও সাম্প্রতিক সময়ে শ্বশুর বাড়ির লোকজন তাকে মারধোর করতো বলে মৃতার বাপের লোকেদের অভিযোগ। পরে শনিবার রাতে অগ্নিদগ্ধ অবস্থায় উদ্ধার করা হয় মৃতাকে। এরপর বর্ধমান মেডিক্যাল কলেজ ও হাসপাতালে নিয়ে যাওয়া হলে, সেখানেই তার মৃত্যু হয়ে।
এই ঘটনায় মৃতার পরিবারের দাবি, তাদের মেয়ের গায়ে কেরোসিন তেল ঢেলে দেয়। সুশীলার ননদ, শাশুড়ি ও স্বামী আগুন লাগিয়ে তাকে পুড়িয়ে মেরেছে। এই মর্মে তারা ইন্দাস থানাতে লিখিত অভিযোগ জানিয়েছেন বলেও জানান।