দীপঙ্কর ঘোষ, সোনারপুর: তৃণমূলের বুথ সভাপতির বিরুদ্ধে মারধর করার অভিযোগ উঠল৷ ঘটনায় নরেন্দ্রপুর থানায় অভিযোগ দায়ের করা হয়েছে বলে জানা গিয়েছে৷ ঘটনার তদন্ত শুরু করেছে পুলিশ৷ যদিও অভিযোগ অস্বীকার করেছে অভিযুক্ত৷ ঘটনাস্থল সোনারপুর উত্তর বিধানসভা কেন্দ্রের কামরাবাদ গ্রাম পঞ্চায়েতের ডিহি এলাকা৷
জানা গিয়েছে, পানীয় জলের সমস্যার মধ্যে রয়েছেন সোনারপুর উত্তর বিধানসভা কেন্দ্রের কামরাবাদ গ্রাম পঞ্চায়েতের ডিহি অঞ্চলের বিস্তীর্ণ এলাকার বাসিন্দারা৷ এলাকায় পানীয় জলের কোনও ব্যবস্থা নেই বলে অভিযোগ৷ তাই ওই এলাকার বাসিন্দাদের জল কিনে বা দূর থেকে জল এনে খেতে হয় তাঁদের৷
ডিহিতে এক জায়গায় পানীয় জলের কল বসানোর সিদ্ধান্ত নেওয়া হয়৷ গ্রামের বাসিন্দারা তাতে সহমতও হন৷ সেইমত পঞ্চায়েত থেকে তিন লক্ষের বেশি টাকা বরাদ্দ করা হয়৷ পানীয় জলের সুবিধার জন্য ইতিমধ্যে কংক্রিটের কল নির্মাণ হয়ে গিয়েছে৷ সাব মার্সেবল বসানোর আগে কাউকে জানানো হয়নি বলে অভিযোগ৷
এলাকার বাসিন্দা অমর কুমার মণ্ডলের অভিযোগ, তৃণমুলের বুথ সভাপতি হরিচরণ মণ্ডল জোর করে এই কাজ করছেন৷ তারা অন্য জায়গা দেখালেও তা নেওয়া হয়নি৷ এই ঘটনার প্রতিবাদ করাতেই ধারালো অস্ত্র দিয়ে তাঁকে মারধর করা হয় বলে অভিযোগ৷
তৃণমূলের বুথ সভাপতি হরিচরণ মণ্ডল অবশ্য অভিযোগ অস্বীকার করেছেন৷ তার বক্তব্য সবার সঙ্গে কথা বলেই এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে৷ গন্ডগোলের সময় এলাকার বাসিন্দারা ভিড় জমান৷ সাধারণ মানুষের ঠেলাঠেলিতে পড়ে গিয়ে এই ঘটনা ঘটে বলে তাঁর দাবি৷ তবে এই বুথে পঞ্চায়েত সদস্য সহ এলাকার বাসিন্দারা পানীয় জলের সমস্যার সমাধানে এই এলাকায় কলের দাবি জানিয়েছেন৷ ঘটনার তদন্ত শুরু হয়েছে বলে নরেন্দ্রপুর থানার পুলিশ৷ এই ঘটনাকে কেন্দ্র করে এলাকায় উত্তেজনা ছড়িয়েছে৷