মালদহ: স্বামী না থাকায় রাতে বাড়িতে ঢুকে বিধবা মহিলাকে ধর্ষণের চেষ্টা। আত্মরক্ষায় পাল্টা আক্রমণ মহিলার। ঘটনায় শোরগোল পড়ে গিয়েছে গোটা এলাকায়। ঘটনার পর অভিযুক্ত যুবক পলাতক। তার খোঁজে তল্লাশি চালাচ্ছে স্থানীয় থানার পুলিশ।
ঘটনাটি ঘটেছে মালদহ (Malda) জেলার হরিশ্চন্দ্রপুর (Harishchandrapur) থানার অন্তর্গত ২ নম্বর ব্লকে। স্থানীয় সূত্রে জানা গিয়েছে, কয়েক বছর আগেই নির্যাতিতার স্বামী মারা গিয়েছিল। তিন সন্তানকে নিয়ে বাড়িতে একাই থাকত ওই মহিলা। গত রবিবার রাতে সন্তানদের নিয়ে বাড়িতে ঘুমোচ্ছিল ওই মহিলা। একা থাকার সুযোগ নিয়ে বাড়িতে ঢুকে পড়ে প্রতিবেশী এক যুবক। মহিলার সঙ্গে যৌন নির্যাতন শুরু করে ওই যুবক। তাঁকে ধর্ষণের চেষ্টাও করে সে।
এরপরই আত্মরক্ষার জন্য পাশে থাকা একটি ব্লেড নিয়ে ওই যুবকের যৌনাঙ্গে আঘাত করে মহিলা। আহত হয়ে যাওয়ায় ভয়ে পালিয়ে যায় অভিযুক্ত যুবক। তারপর থেকেই পলাতক সে। মহিলার চিৎকারে ছুটে আসে স্থানীয়রা। তবে অভিযুক্তকে ধরতে ব্যর্থ হয় স্থানীয়রাও। ঘটনার পর হরিশ্চন্দ্রপুর (Harishchandrapur) থানায় গিয়ে লিখিত অভিযোগ দায়ের করেন অভিযুক্ত প্রতিবেশী যুবকের বিরুদ্ধে। লিখিত অভিযোগের ভিত্তিতে পুলিশ তদন্ত শুরু করেছে। অভিযুক্তের খোঁজে তল্লাশিও শুরু করেছে।