খাস ডেস্ক: ফের বিশ্বভারতীর উপাচার্যের বিরুদ্ধে দুর্নীতির অভিযোগ উঠল। ছাত্রছাত্রীদের পাশাপাশি কবিগুরু হস্তশিল্প উন্নয়ন সমিতি উপাচার্যের বিরুদ্ধে জোড়া চিঠি দিয়ে অভিযোগ জানিয়েছে। এই দুই অভিযোগের চিঠি বিশ্বভারতী কর্মসচিবের মাধ্যমে পাঠানো হয়েছে।
জানা গিয়েছে, কর্মসমিতির বৈঠকের আগেই উপাচার্য সহ এক আধিকারিকের বিরুদ্ধে অভিযোগ উঠেছে। কমিটির পক্ষ থেকে অভিযোগ তোলা হয়েছে, পৌষ মেলার সময় পাঁচিল দেওয়ার জন্য যে টেণ্ডার ডাকা হয়েছিল তাতে শান্তিনিকেতন ট্রাস্টের নোডাল অফিসার হিসাবে সঞ্জয় ঘোষে নাম ছিল। যা পুরোপুরি ভাবে বেআইনি।
আরও পড়ুন-Municipal Election 2022: বিশৃঙ্খলা ঠেকাতে নয়া উদ্যোগ, কার্যালয়ে বসছে ড্রপ বক্স
এছাড়াও কমিটির দাবি, পৌষমেলায় সময় মেলার ব্যবসায়ীদের কাছে থেকে যে সিকিউরিটি মানি নেওয়া হয়। তার একাংশ এখনও মেলার ব্যবসায়ীদের ফেরত দেওয়া হয়নি। অন্যদিকে, ছাত্রছাত্রীদের দাবি, তিনজন বহিষ্কৃত ছাত্রছাত্রীকে পুনরায় বিশ্ববিদ্যালয়ে পুনরায় প্রবেশ করার অনুমতি দিয়েছে কর্তৃপক্ষ। এই সমস্ত কাজ ছাত্রবিরোধী বলেই দাবি করছে ছাত্রছাত্রীরা।
প্রসঙ্গত, শান্তিনিকেতন ট্রাস্টই প্রতি বছর পৌষ মেলা আয়োজন করে থাকে। কিন্তু সেই ট্রাস্টের সদস্য নন উপাচার্য বিদ্যুৎ চক্রবর্তী এবং অ্যাকাউন্টস বিভাগের আধিকারিক সঞ্জয় ঘোষ। শুধু তাই নয় নোডাল অফিসার বলে কোন পদেও নেই। তা সত্ত্বেও ওই টেণ্ডারে নাম জড়ায় উপাচার্য বিদ্যুৎ চক্রবর্তী এবং অ্যাকাউন্টস বিভাগের আধিকারিক সঞ্জয় ঘোষের।