মোহাম্মদ জাব্বার ও সুদীপ রায়, মুর্শিদাবাদ: নেশাগ্রস্ত ছেলে মায়ের কাছে দাবি করেছিল টাকা। মা দেয়নি টাকা। এরপরই চরম সিদ্ধান্ত ছেলের। গলা কেটে কুপিয়ে খুন মাকে। বুধবার মর্মান্তিক ঘটনাটি ঘটেছে মুর্শিদাবাদ (Murshidabad) জেলার অন্তর্গত নওদা (Naoda) থানার বালি ১ নং গ্রাম পঞ্চায়েতের টুঙ্গী ঘোষপাড়া এলাকায়।
মুর্শিদাবাদের নওদায় (Naoda) নিজের মা’কে কুপিয়ে খুন করল ছেলে। ঘটনায় চাঞ্চল্য ছড়িয়েছে এলাকায়। স্থানীয় সূত্রে খবর, ঋণের টাকা শোধ করার জন্য মায়ের কাছে টাকা চেয়েছিল ছেলে। মা টাকা না দেওয়ায় ছেলের সঙ্গে বচসা শুরু হয়। শেষ পর্যন্ত নিজের মায়ের গলা কেটে কুপিয়ে খুন (Murder) করে ছেলে। মৃতের নাম রাইধনী মাঝি। বয়স ৫৬ বছর।
পরিবারের সদস্যদের দাবি, সকালে ঘর থেকে গলাকাটা রক্তাক্ত অবস্থায় উদ্ধার হয় রাইধনী মাঝির দেহ। পরিবারের লোকজনেরা প্রথমে আমতলা গ্রামীণ হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসকেরা তাঁকে মৃত বলে ঘোষণা করেন। খবর দেওয়া হয় নওদা থানায়। ঘটনাস্থলে পৌঁছায় নওদা (Naoda) থানার পুলিশ। দেহ ময়নাতদন্তের জন্য পাঠানো হয় মুর্শিদাবাদ (Murshidabad) মেডিকেল কলেজ (Medical College) হাসপাতালে।
মৃতার স্বামী জানিয়েছেন, “ছেলে আমার পাশেই শুয়েছিল। কখন যে এইসব করেছে জানি না।” নওদা (Naoda) থানার পুলিশ তদন্ত শুরু করেছে। কিন্তু অভিযুক্ত ছেলে কৃষ্ণ মাঝি বর্তমানে পলাতক। তার খোঁজে তল্লাশি শুরু করেছে পুলিশ। অভিযুক্তের সন্ধান পেলেই তাকে গ্রেফতার করা হবে বলে জানিয়েছে নওদা (Naoda) থানার পুলিশ। এই নির্মম ঘটনায় শোকের ছায়া পরিবারে।