হুগলি: বর্তমানে গোটা দেশে বেড়েই চলেছে নারী নির্যাতনের ঘটনা। এই নির্যাতনের ঘটনা থেকে রেহাই পাচ্ছে না শিশুসহ নাবালিকারও। সে রকমই এক ঘটনা সামনে আসতেই ব্যাপক চাঞ্চল্য ছড়ায় গোটা এলাকায়। এক শিশুকে যৌন নির্যাতনের অভিযোগ উঠল প্রতিবেশী এক প্রৌঢ়ের বিরুদ্ধে। পুলিশ ইতিমধ্যেই গ্রেফতার করেছে অভিযুক্ত ওই প্রৌঢ়কে।
ঘটনাটি ঘটেছে হুগলি (Hooghly) জেলার সিঙ্গুরের (Singur) বৈঁচিপোতায়। স্থানীয় সূত্রে জানা গিয়েছে, গত সোমবার দুপুরে বাড়ির সামনে খেলছিল বছর পাঁচের এক শিশু। সেই সময় তাঁকে নিজের বাড়িতে নিয়ে যায় দীপক সামন্ত নামের প্রতিবেশী এক প্রৌঢ়। সেখানেই তাঁকে ঘরের ভিতরে নগ্ন করে যৌন নির্যাতন চালায় অভিযুক্ত ওই প্রৌঢ়। এরপর শিশুটি কাঁদতে শুরু করলে তাঁকে বাড়ি থেকে বার করে দেয় প্রৌঢ়।
এই ঘটনার পর বাড়ি ফিরে শিশুটি তাঁর মা-বাবাকে গোটা বিষয়টি জানায়। তড়িঘড়ি শিশুটির মা-বাবা অভিযুক্তের বাড়ি গেলে অভিযুক্ত তাঁদের হেনস্তা করেন। এরপরই নির্যাতিতার পরিবার সিঙ্গুর থানায় অভিযোগ দায়ের করেন। যদিও এই অভিযোগ অস্বীকার করে ধৃত ব্যক্তি। অভিযোগের ভিত্তিতে পুলিশ ওই প্রৌঢ়কে গ্রেফতার করে। পকসো ধারায় ধৃতের বিরুদ্ধে মামলা রুজু করা হয়। শিশুটির পরিবার অভিযুক্তের কঠোর শাস্তির দাবি করেছে।
তবে এই ঘটনার পর অভিযুক্ত জানিয়েছে, তাকে পরিকল্পিতভাবে দোষী করা হয়েছে। বাড়িতে স্ত্রী না থাকায় তিনি একাই বাড়িতে ছিলেন। সেই সময় আচমকাই ওই শিশুটি তার বাড়িতে ঢুকে পড়ে। যে প্রতিবেশী এই অভিযোগ করেছেন তার সঙ্গে আগেও ঝামেলা হয়েছিল। তার জেরেই তাকে পরিকল্পিতভাবে দোষ দেওয়া হচ্ছে।
প্রসঙ্গত, আরজিকর মেডিক্যাল কলেজে চিকিৎসক পড়ুয়ার ধর্ষণ এবং খুনের ঘটনা নিয়ে তোলপাড় গোটা দেশ। এই ঘটনার প্রতিবাদে বিক্ষোভে সামিল হয়েছে সাধারণ মানুষসহ পড়ুয়ারাও। এই আবহেই ঘটে চলেছে একের পর এক যৌন নির্যতনের ঘটনা। বারবার এই রকম যৌন নির্যাতনের ঘটনায় প্রশ্ন উঠছে নারী নিরাপত্তা নিয়ে। কোথায় আছে তবে নারী নিরাপত্তা? যেখানে শিশুরাই নির্যাতিত হচ্ছে প্রতিনিয়ত সেখানে নারী নিরাপত্তা কোথায়? এমনটাই প্রশ্ন তুলছেন সাধারণ মানুষেরা।