32 C
Kolkata
Tuesday, October 8, 2024
Home জেলার খবর পাঁচ বছরের শিশুকে যৌন নির্যাতনের অভিযোগ, গ্রেফতার প্রৌঢ়

পাঁচ বছরের শিশুকে যৌন নির্যাতনের অভিযোগ, গ্রেফতার প্রৌঢ়

হুগলি: বর্তমানে গোটা দেশে বেড়েই চলেছে নারী নির্যাতনের ঘটনা। এই নির্যাতনের ঘটনা থেকে রেহাই পাচ্ছে না শিশুসহ নাবালিকারও। সে রকমই এক ঘটনা সামনে আসতেই ব্যাপক চাঞ্চল্য ছড়ায় গোটা এলাকায়। এক শিশুকে যৌন নির্যাতনের অভিযোগ উঠল প্রতিবেশী এক প্রৌঢ়ের বিরুদ্ধে। পুলিশ ইতিমধ্যেই গ্রেফতার করেছে অভিযুক্ত ওই প্রৌঢ়কে।

- Advertisement -

ঘটনাটি ঘটেছে হুগলি (Hooghly) জেলার সিঙ্গুরের (Singur) বৈঁচিপোতায়। স্থানীয় সূত্রে জানা গিয়েছে, গত সোমবার দুপুরে বাড়ির সামনে খেলছিল বছর পাঁচের এক শিশু। সেই সময় তাঁকে নিজের বাড়িতে নিয়ে যায় দীপক সামন্ত নামের প্রতিবেশী এক প্রৌঢ়। সেখানেই তাঁকে ঘরের ভিতরে নগ্ন করে যৌন নির্যাতন চালায় অভিযুক্ত ওই প্রৌঢ়। এরপর শিশুটি কাঁদতে শুরু করলে তাঁকে বাড়ি থেকে বার করে দেয় প্রৌঢ়।

এই ঘটনার পর বাড়ি ফিরে শিশুটি তাঁর মা-বাবাকে গোটা বিষয়টি জানায়। তড়িঘড়ি শিশুটির মা-বাবা অভিযুক্তের বাড়ি গেলে অভিযুক্ত তাঁদের হেনস্তা করেন। এরপরই নির্যাতিতার পরিবার সিঙ্গুর থানায় অভিযোগ দায়ের করেন। যদিও এই অভিযোগ অস্বীকার করে ধৃত ব্যক্তি। অভিযোগের ভিত্তিতে পুলিশ ওই প্রৌঢ়কে গ্রেফতার করে। পকসো ধারায় ধৃতের বিরুদ্ধে মামলা রুজু করা হয়। শিশুটির পরিবার অভিযুক্তের কঠোর শাস্তির দাবি করেছে।

- Advertisement -

তবে এই ঘটনার পর অভিযুক্ত জানিয়েছে, তাকে পরিকল্পিতভাবে দোষী করা হয়েছে। বাড়িতে স্ত্রী না থাকায় তিনি একাই বাড়িতে ছিলেন। সেই সময় আচমকাই ওই শিশুটি তার বাড়িতে ঢুকে পড়ে। যে প্রতিবেশী এই অভিযোগ করেছেন তার সঙ্গে আগেও ঝামেলা হয়েছিল। তার জেরেই তাকে পরিকল্পিতভাবে দোষ দেওয়া হচ্ছে।

প্রসঙ্গত, আরজিকর মেডিক্যাল কলেজে চিকিৎসক পড়ুয়ার ধর্ষণ এবং খুনের ঘটনা নিয়ে তোলপাড় গোটা দেশ। এই ঘটনার প্রতিবাদে বিক্ষোভে সামিল হয়েছে সাধারণ মানুষসহ পড়ুয়ারাও। এই আবহেই ঘটে চলেছে একের পর এক যৌন নির্যতনের ঘটনা। বারবার এই রকম যৌন নির্যাতনের ঘটনায় প্রশ্ন উঠছে নারী নিরাপত্তা নিয়ে। কোথায় আছে তবে নারী নিরাপত্তা? যেখানে শিশুরাই নির্যাতিত হচ্ছে প্রতিনিয়ত সেখানে নারী নিরাপত্তা কোথায়? এমনটাই প্রশ্ন তুলছেন সাধারণ মানুষেরা।

- Advertisement -

সপ্তাহের সবচেয়ে জনপ্রিয় সংবাদ

মুকুটে নয়া পালক, পরের লক্ষ্য ঠিক করে ফেলেছেন ৩৭ বছর বয়সী মেসি

স্পোর্টস ডেস্ক: বছর দুয়েক আগে কাতারে বিশ্বকাপ চ্যাম্পিয়ন করেছেন আর্জেন্টিনাকে। চলতি বছরে টানা দ্বিতীয়বার জিতে নিয়েছেন কোপা আমেরিকা। কিন্তু এরপরও আত্মতুষ্টি বা ক্লান্তির লেশমাত্র...

IND vs BAN: নো লাক নেলসন

শুভম দে: ভারত-বাংলাদেশ দ্বিতীয় টেস্টের খেলা চলছে গ্রিন পার্কে। প্রথম দিনে কিছুসময় খেলা হলেও, বৃষ্টিতে ভেসে গেছে মাঝের দুদিন। অবশেষে আজ রোদের ওম গায়ে...

মহালয়ায় বৃষ্টি, পুজোতেও কি ভাসবে শহর

কলকাতা: পুজোয় আবহাওয়া কেমন থাকবে তা নিয়ে যথেষ্ট চিন্তিত বঙ্গবাসী। হাওয়া অফিসের পূর্বাভাস অনুযায়ী, পুজোয় বৃষ্টির সম্ভাবনা থাকলেও ভারী বৃষ্টির সম্ভাবনা নেই। রাত পেরোলেই...

পুজোর শপিং-এ বৃষ্টির কোপ, কেমন থাকবে আবহাওয়া জানাল হাওয়া অফিস

কলকাতা: আবহাওয়া দফতরের পূর্বাভাস অনুযায়ী, মহালয়ার সকাল থেকেই কলকাতা-সহ দক্ষিণবঙ্গে বৃষ্টি হতে দেখা গিয়েছে। আর এই বৃষ্টিতেই গত কয়েকদিনের ভ্যাপসা গরমের হাত থেকে রেহাই...

খবর এই মুহূর্তে

হাউজ স্টাফ নিয়োগে চলত বিপুল টাকার খেলা, আশিসের ভূমিকা কী ছিল তাতে

খাসডেস্ক: আরজি কর (R G KAR) হাসপাতালের তৃণমূল ছাত্র পরিষদের চিকিৎসক নেতা আশিস পাণ্ডেকে ১১ দিনের সিবিআই হেফাজতের নির্দেশ আলিপুর বিশেষ কোর্টের। সিবিআই এর...

সন্দীপদের এবার জেলে গিয়ে জেরা করতে পারবে ইডি, জিজ্ঞাসাবাদ চলবে তাঁর দুই সঙ্গীকেও

খাসডেস্ক: আর্থিক দুর্নীতি মামলায় সন্দীপ ঘোষদের (sandip ghosh) জেলে গিয়ে জেরা করতে চায় ইডি (ED)। সেই মোতাবেক আদালতে জানানো হয়েছিল আবেদন। এবার সেই আবেদন...

পড়ল পোস্টার, ঘোষণা হল পুরস্কারও, নাবালিকা নিখোঁজে মহিষমারির ‘উল্টো’ ভূমিকায় নিউটাউন পুলিশ

পলাশ নস্কর, নিউটাউন:  বাবার কাছে বকুনি খেয়ে ১০ বছরের মেয়েটি বাড়ি ছেড়েছিল গত ২৮ শে সেপ্টেম্বর। অভিযোগ তারপর থেকেই বেপাত্তা। ওইদিন নাবালিকা মেয়েটি তার বাবা...

এই পুজোতেও জেলের ওপারে, বাঙালির মহোৎসবে জেল মুক্তির সম্ভাবনা কম পার্থ, সুবীরেশ, শান্তিপ্রসাদদের

খাসডেস্ক: কলকাতা হাইকোর্টে (KOLKATA HIGH COURT) নিয়োগ দুর্নীতি মামলায় রাজ্যের প্রাক্তন মন্ত্রী পার্থ চট্টোপাধ্যায়ের (PARTHA CHATTERJEE) জামিনের শুনানি শেষ হল। পুজোর পর রায় দানের...