
হাওড়া:মেয়ের শ্লীলতাহানির প্রতিবাদ করায় বাবাকে পিটিয়ে খুনের অভিযোগ উঠল দুষ্কৃতীদের বিরুদ্ধে। ঘটনাটি ঘটেছে হাওড়ার শ্যামপুরের নস্করপুরে। দুষ্কৃতিদের মারে জখম ব্যক্তিকে আশঙ্কাজনক অবস্থায় হাসপাতালে আনা হলে সেখানেই মৃত্যু ৩৫ বছর বয়সী গণেশ মন্ডলের।
বিস্তারিত খবর, লাইভ ভিডিও সহ সমস্ত রকম আপডেট পেতে লাইক করুন আমাদের ফেসবুক পেজ:https://www.facebook.com/khaskhobor2020/
মৃতের পরিবারের দাবি, মৃত গণেশ মন্ডলের মেয়ে যখন সাইকেল নিয়ে টিউশন পড়ে ফিরছিল সেই সময় পাড়ারই ৩ যুবক তার পথ আটকে শ্লীলতাহানি করার চেষ্টা করে। এই ঘটনার খবর পেয়েই ঘটনাস্থলে ছুটে যায় তার বাবা গণেশ মণ্ডল। অভিযোগ, মেয়েকে বাঁচাতে গেলেই তাকে বেধড়ক মারধর করে ৩ দুষ্কৃতী।
আরও পড়ুন-জাতীয় শিশুকন্যা দিবস: ‘সোনার আংটি’ নয় পরিবারের সম্পদ কন্যাসন্তান
এরপর এই ঘটনা ঘটতে দেখলে স্থানীয়রা ঘটনাস্থলে এলে দুষ্কৃতীরা সেখান থেকে পালিয়ে যায়। এরপর স্থানীয়দের তৎপরতায় গুরুতর আহত অবস্থায় তাকে প্রথমে শ্যামপুরের গ্রামীণ হাসপাতাল এবং পরে উলুবেড়িয়া হাসপাতালে নিয়ে যাওয়া হলে সেখানেই তাকে মৃত বলে ঘোষণা করেন চিকিৎসকরা।
সারাদিনের সমস্ত খবরের আপডেট পেতে ডাউনলোড করুন খাস খবর অ্যান্ড্রয়েড অ্যাপ: https://play.google.com/store/apps/details?id=app.aartsspl.khaskhobor
এই ঘটনার পরই শ্যামপুর থানায় লিখিত অভিযোগ দায়ের করে মৃতের পরিবার। অভিযোগ পেয়ে ইতিমধ্যেই এই ঘটনায় একজনকে আটক করেছে পুলিশ। যদিও বাকি দুই অভিযুক্ত পলাতক। মদ্যপ অবস্থায় ওই যুবকরা প্রায় প্রতিদিনই তাকে উত্যক্ত করত বলে অভিযোগ তরুণীর।