বীরভূম: ডাইনি অপবাদে বাড়ি থেকে ডেকে নিয়ে যাওয়া হয় দুই আদিবাসী মহিলাকে। আর তারপরই পিটিয়ে খুনের অভিযোগ উঠল বেশ কিছু গ্রামবাসীর বিরুদ্ধে। এই ঘটনা জানাজানি হতে ব্যাপক চাঞ্চল্য ছড়িয়েছে গোটা এলাকায়। পুলিশ ঘটনার তদন্ত শুরু করেছে। অভিযুক্ত ৬ জনকে গ্রেফতারও করেছে পুলিশ।
মর্মান্তিক ঘটনাটি ঘটেছে বীরভূম (Birbhum) জেলার ময়ূরেশ্বর (Mayureswar) থানার হরিসরা গ্রামের আদিবাসী পাড়ায়। স্থানীয় সূত্রে জানা গিয়েছে, গত শুক্রবার রাতে ২ জন আদিবাসী মহিলাকে বাড়ি থেকে ডেকে নিয়ে যায় বেশ কিছু স্থানীয় লোকজন। দীর্ঘ সময় অতিবাহিত হয়ে গেলেও বাড়ি ফিরে আসেনি তাঁরা। এরপরই খোঁজাখুঁজি শুরু করে তাঁদের পরিবারের লোকজনেরা। দীর্ঘক্ষণ পর সেচের নালা থেকে উদ্ধার করা হয় ওই দুই মহিলার মৃতদেহ। মৃতদের পরিবারের দাবি, ওই ২ মহিলাকে দড়ি দিয়ে বেঁধে লাঠি দিয়ে মারধর করা হয়। বেধড়ক মারধরে মৃত্যু হয় ওই দুই মহিলার। এরপরই মৃতদেহ গ্রামেরই সেচ নালার জলে ভাসিয়ে দেয় অভিযুক্তেরা।
ঘটনার খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছায় ময়ূরেশ্বর (Mayureswar) থানার পুলিশ সহ অতিরিক্ত পুলিশ বাহিনী। মৃতদেহ দুটি উদ্ধার করে ময়নাতদন্তের জন্য পাঠানো হয়েছে রামপুরহাট গভর্নমেন্ট মেডিক্যাল কলেজ ও হাসপাতালে। এরপরই দুই মৃতের পরিবারের সদস্যরা বেশ কয়েকজন গ্রামবাসীর বিরুদ্ধে থানায় অভিযোগ দায়ের করেন। পুলিশ সূত্রে খবর, মৃতদের নাম লোদগি কিসকো ও ডলি সোরেন। গোটা ঘটনাটি নিয়ে পুলিশ তদন্ত শুরু করেছে।
ঘটনা প্রসঙ্গে মৃত এক মহিলার মেয়ে বলেছেন, “আমাদের গ্রামের লোকজনই আমার মাকে তুলে নিয়ে গিয়ে মেরে ফেলল ডাইনি অপবাদ দিয়ে। ওরা যে এত বড় কাণ্ড করতে পারে তা ভাবতেই পারিনি। আমরা তো নিজেরাই এখন খুব ভয়ে আছি। যাঁরা এই কাজ করল তাঁদের কঠোর শাস্তি চাই।” আচমকা এই রকম একটি ঘটনায় শোকের ছায়া নেমেছে মৃতদের পরিবার সহ গোটা এলাকায়।