গোপাল শীল, দক্ষিণ ২৪ পরগনা: এক আজব জায়গার হদিস৷ ১৫ থেকে ২০ বছর অর্থাৎ বিদ্যুতের জন্ম লগ্ন থেকে হুকিং করে বিদ্যুতের আলোর মুখ দেখছে প্রায় ৭০০ টি পরিবার। দিতে হচ্ছে না বিদ্যুতের বিল। কথাটি অবিশ্বাস্য হলেও সত্যি। ঘটনাটি দক্ষিণ ২৪ পরগনা জেলার পাথরপ্রতিমা ব্লকের রামগঙ্গা গ্রাম পঞ্চায়েতের দক্ষিণ গোবিন্দপুর এলাকায়।
ঢিল ছড়া দূরত্বে অঞ্চল অফিস, বিডিও অফিস, ভারতবর্ষের অন্যতম শিবের মেলা। সেই সমস্ত জায়গায় সরকারিভাবে বিদ্যুৎ থাকলেও এই দক্ষিণ গোবিন্দপুর এলাকার প্রায় ৭০০ টি পরিবারের বিদ্যুতের মিটার আসেনি।
ভোটের আগে বহু দূরে দূরে কয়েকটি বিদ্যুতের খুঁটি বসেছিল, এমনকি বসেছিল ১৫ বছর আগে ট্রান্সফরমার, কিন্তু বিদ্যুতের তার আদৌ টানা হয়নি।
প্রাকৃতিক বিপর্যয়ে বিদ্যুতের খুটিগুলো পড়ে নষ্ট হয়েছে। এমনকি ট্রান্সফরমারও জরাজীর্ণ অবস্থা৷ তবে গত ছয় মাস আগে বেশ কয়েকটি বিদ্যুতের খুঁটি রাস্তায় ফেলে দিয়ে চলে যায় বিদ্যুৎ দফতর। সেগুলো পর্যন্ত লাগানো হয়নি। আদৌ কি এই এলাকার মানুষ কোনদিন সরকারি বিদ্যুতের মুখ দেখবে। বাড়িতে কি কোনদিন বসবে মিটার এটাই এখন লাখ টাকার প্রশ্ন।
ইতিমধ্যে এই হুকিং লাইনের জন্য প্রাণ হারিয়েছেন বেশ কয়েকজন৷ মরেছে বহু গরু ছাগল ভেড়া। এখনও টনক নড়েনি বিদ্যুৎ দফতরের। এলাকার সিপিআইএমের পঞ্চায়েত সদস্য প্রণব কুমার মাইতির দাবি বহু জায়গায় জানিয়েছেন এবার দিদিকে বল নম্বরে ফোন করে অভিযোগ জানাবেন।
রামগঙ্গা গ্রাম পঞ্চায়েতের প্রধান প্রভাত কুমার সেনাপতি জানান, তিনি প্রধান হওয়ার পর বারবার চেষ্টা করে যাচ্ছেন আশা করা যাচ্ছে এলাকায় বিদ্যুৎ আসবে।