বাংলা নির্মাণ অভিযানের লক্ষ্য, সদস্যপদের জন্য প্রচারে AAP

0
48

বারাসত: পাঞ্জাব দখলের পর এবার আম আদমি পার্টি নজর পশ্চিমবঙ্গের দিকে। ইতিমধ্যেই AAP ঘোষণা করেছে, পশ্চিমবঙ্গে ২০২৩ সালের পঞ্চায়েত নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করবে। আর তার জেরেই রাজ্যে প্রচার শুরু করে দিয়েছে আম আদমি পার্টি।

অ্যাপ স্টোর থেকে ডাউনলোড করুন খাস খবর অ্যাপ:https://apps.apple.com/us/app/khas-khobor/id1611881040

- Advertisement -

জানা গিয়েছে, বুধবার সকাল থেকে নীলগঞ্জ হাট সংলগ্ন এলাকায় আম আদমি পার্টির পক্ষ থেকে বাংলা নির্মাণ অভিযানের লক্ষ্যে সদস্যপদের জন্য প্রচারে সদস্যরা। ইতিমধ্যেই রাজ্যের বিভিন্ন জায়গায় ঝাড়ুর পোস্টার পড়েছে দেওয়ালে। সেই পোস্টারে একটি ফোন নাম্বারও দেওয়া রয়েছে। আম আদমি পার্টিতে যোগ দিতে সেই নাম্বারে ফোন করার কথা বলা হয়েছে।

ফলো করুন খাস খবরের টুইটার হ্যান্ডেল: https://twitter.com/khaskhobor2020?t=SDfE6znIliWaQcxM1_KByQ&s=08

কার্যত সেই মন্ত্রের ভর করে গোটা রাজ্যে নিজেদের ভিত শক্ত করতে চাইছে আপ। এবার বুধবার সকালে বারাসাত ১ নং ব্লকের নীলগঞ্জ হাট এলাকায় আম আদমি পার্টির সদস্য পদ গ্রহণের প্রচার অভিযান দেখা গেল। পথ চলতি মানুষ ও দোকানদারদের লিফলেট বিলি করলেন আপের কর্মীরা।