পুরুলিয়া: চড়া দামে ভিন রাজ্যে আলু পাচার নতুন ঘটনা নয়। কিছু অসাধু ব্যবসায়ীরা রাজ্যের বাইরে আলু পাচার করে প্রচুর মুনাফা লাভ করছে। এই ঘটনা রুখতে এবার আলু ব্যবসায়ীরা নিল অভিনব উদ্যোগ। আলু (Potato) যাতে রাজ্যের বাইরে পাচার হতে না পারে সেই উদ্দেশ্যেই পুরুলিয়ার ব্যবসায়ীদের এই অভিনব উদ্যোগ। ৫ বস্তা আলু কিনতে এবার নিতে হবে জেলা পুলিশের অনুমোদন। দেখাতে হবে আধার কার্ড (Aadhaar Card), দিতে হবে ফোন নম্বরও।
রাজ্যে আলুর দাম বৃদ্ধিতে রীতি মতো হইচই কান্ড শুরু হয়েছিল বিগত কয়েকদিন ধরেই। এবার এই দাম বৃদ্ধিতে যাতে রাজ্যের আলু বাইরে পাচারে না হয় সেই উদ্দেশ্যেই এবার পাইকারী দরে আলু কিনতে গেলে দেখাতে হবে আধার কার্ড (Aadhaar Card)। তবে কেন দেখাতে হবে তা জানেন না ব্যবসায়ীরা। প্রশাসনের নির্দেশেই এবার থেকে দেখা হবে ক্রেতাদের আধার কার্ড।
পুরুলিয়া (Purulia) ঝাড়খণ্ড (Jharkhand) বর্ডারে অবস্থিত হওয়ায় যেকোনোভাবেই আলু পাচার হয়ে যেতেই পারে ঝড়খন্ডে। আর এই উদ্দেশ্যেই হয়েতো ক্রেতাদের থেকে দেখতে চাওয়া হচ্ছে আধার কার্ড (Aadhaar Card)। সাধারণত বাসিন্দাদের আধার কার্ডে মিলছে ১ থেকে ২ বস্তা আলু, যা বিক্রি করা হচ্ছে ১১০০ টাকা দরে।
পুরুলিয়া (Purulia) জেলা সমবায় ইউনিয়নের চেয়ারম্যান শ্যামল চট্টোপাধ্যায়ের এই বিষয়ে বলেন, “আলু (Potato) মানুষের নিত্য প্রয়োজনীয় একটি জিনিস। সেক্ষেত্রে আধার কার্ডের প্রয়োজনীয়তা কতটা প্রশ্ন উঠছে সেটা নিয়েই। বর্তমানে আলুর অভাব সত্যিই হচ্ছে নাকি ব্যবসায়ীরা অন্য কোনো কিছু করছেন আলু নিয়ে সেটা অবশ্যই দেখার আছে।”
সুরজিৎ সেন নামে এক আলু বিক্রেতা বলেন, “প্রশাসন থেকে বলেছে পরিচয়পত্র দেখে, অ্যাড্রেস প্রুফ দেখে যেন আলু (Potato) বিক্রি করা হয়। যাতে আলু ঝাড়খণ্ডে চলে না যায়। আমাদের পুরুলিয়া তো ঝাড়খণ্ডের বর্ডার। সেই জন্য আমরা বারো মাসের খরিদ্দারের থেকে অ্যাড্রেস প্রুফ নিচ্ছি। আধারে আমরা ঠিকানা দেখছি। সেটা দেখে আলু বিক্রি করছি।”
অন্যদিকে, শুক্রবার এই নতুন নিয়ম জারি হওয়য়া আরেক আলু বিক্রেতা গৌতম গরাই বলেন, “আধার কার্ড দেখিয়ে আলু (Potato) কেনার নিয়ম গত বৃহস্পতিবার থেকে শুরু হয়েছে। কিন্তু কেন আধার কার্ড (Aadhaar Card) লাগছে তা আমরা বলতে পারব না। নির্দেশ এসেছে, বোধহয় আলুর দাম বেড়ে যাওয়ার কারণে এই উদ্যোগ।”