28 C
Kolkata
Tuesday, October 8, 2024
Home জাতীয় খবর ভিন রাজ্যে পড়তে গিয়ে ড্যামে পড়ে মৃত্যু যুবকের

ভিন রাজ্যে পড়তে গিয়ে ড্যামে পড়ে মৃত্যু যুবকের

খাস ডেস্ক, হুগলি: উচ্চ শিক্ষার (Higher Study) জন্য পাড়ি দিয়েছিল ভিন রাজ্যে। সেখানেই মৃত্যু হল যুবকের (Youth)। বন্ধুর জন্মদিন (Birthday) পালন করতে গিয়ে জলে ডুবে গেল সে। তবে পরিবার এই মৃত্যুকে অস্বাভাবিক বলেই দাবি করেছে। পরিবার সূত্রে জানা গিয়েছে, মৃত ছাত্রের নাম কৌস্তভ সাধু। বয়স ২৩। হুগলি (Hooghly) জেলার অন্তর্গত গুড়াপ থানার খাজুরদহ মিলকি গ্রামপঞ্চায়েতের দুর্গাপুর গ্রামের বাসিন্দা ছিলেন তিনি।  

- Advertisement -

মৃতের পরিবার সূত্রে জানা গিয়েছে, বিএসসি (BSC) পাশ করে ছত্রিশগড়ের (Chhattisgarh) বিলাসপুর (Bilaspur) গুরু ঘাসিদাস বিশ্ববিদ্যালয়ের (University) অন্তর্গত মগড়ার শ্রী গোপাল ব্যানার্জি কলেজ (College) থেকে ফিজিক্সে (Physics) স্নাতকোত্তর (Master’s degree) করছিলেন কৌস্তভ। ২০২২ সালের ডিসেম্বরেই সেখানে ভর্তি হন তিনি। এ বছর সেপ্টেম্বরেই (September) ছিল তাঁর ফাইনাল পরীক্ষা (Final Exam)। পরীক্ষা শেষে হলে বাড়ি ফিরত কৌস্তভ। তার আগেই ঘটে গেল দুর্ঘটনা। পরিবারের মাথায় বাজ পড়ল। আকস্মিক মৃত্যুতে শোকাতর পরিবার। মৃতের মা সোমা সাধুর কথায়, রবিবার সকাল ১০টায় ফোন করে কৌস্তভ জানিয়েছিল রতনপুর ড্যাম (Ratanpur Dam) যাচ্ছে। এক বন্ধুর জন্মদিন আছে। সেখানেই খাওয়া-দাওয়া হবে।  

সোমাদেবী বলেন, “আমি কত বার বললাম শরীর ভালো নেই তোর। যাবি না বলে দে। ছেলে আমায় বলল কিছু হবে না। বার বার করে বললাম জলের দিকে যাবি না। তুই সাঁতার জানিস না। বর্ষাকাল সাপখোপের ভয়, জঙ্গলের দিকেও যাবি না বললাম। ও কেন জলে নামল জানি না। কখনও নামে না জলে। কিছুই বুঝতে পারছি না। বিকেল ৫টায় ফোন আসে থানা থেকে বলছি। বন্ধুদের নামে খারাপ কথা কোনওদিন বলেনি ঠিকই। কিন্তু ছেলের নাকি গায়ে কিছু ছিল না। ঠেলে ফেলে দিল কি না জানি না। বন্ধুরা মজার ছলেই ঠেলে ফেলে দিল কি না, কে জানে।”

- Advertisement -

তবে কৌস্তভের এক আত্মীয় বলেন, “বাইরে পড়তে গিয়ে এরকম পরিণতি খুবই মর্মান্তিক। সরকার কঠোর ব্যবস্থা নিক। রাজ্য সরকার এ নিয়ে পদক্ষেপ করুক। যারা যুক্ত তাদের সাজা হোক। বাড়ির বাইরে বেরোলে যদি প্রাণের নিরাপত্তা পর্যন্ত না থাকে, তাহলে তো ছেলেমেয়েকে বাড়ির বাইরে পাঠাতে ভয় পাবে পরিবার। এখানে তো খবর দিয়েছে ড্যামে পড়ে গিয়ে মারা গিয়েছে। কিন্তু সত্যিই কি ড্যামে পড়ে গেল নাকি ওকে ফেলে মেরে দেওয়া হল তা তো কেউ জানে না। ময়নাতদন্তের রিপোর্টই বলতে পারবে।” যদিও পরিবারের তরফে এই নিয়ে থানায় এখনও কোনও অভিযোগ দায়ের হয়নি। তবে যথাযথ তদন্তের দাবি জানিয়েছে গুড়াপের ওই পরিবার।

- Advertisement -

সপ্তাহের সবচেয়ে জনপ্রিয় সংবাদ

IND vs BAN: নো লাক নেলসন

শুভম দে: ভারত-বাংলাদেশ দ্বিতীয় টেস্টের খেলা চলছে গ্রিন পার্কে। প্রথম দিনে কিছুসময় খেলা হলেও, বৃষ্টিতে ভেসে গেছে মাঝের দুদিন। অবশেষে আজ রোদের ওম গায়ে...

মুকুটে নয়া পালক, পরের লক্ষ্য ঠিক করে ফেলেছেন ৩৭ বছর বয়সী মেসি

স্পোর্টস ডেস্ক: বছর দুয়েক আগে কাতারে বিশ্বকাপ চ্যাম্পিয়ন করেছেন আর্জেন্টিনাকে। চলতি বছরে টানা দ্বিতীয়বার জিতে নিয়েছেন কোপা আমেরিকা। কিন্তু এরপরও আত্মতুষ্টি বা ক্লান্তির লেশমাত্র...

মহালয়ায় বৃষ্টি, পুজোতেও কি ভাসবে শহর

কলকাতা: পুজোয় আবহাওয়া কেমন থাকবে তা নিয়ে যথেষ্ট চিন্তিত বঙ্গবাসী। হাওয়া অফিসের পূর্বাভাস অনুযায়ী, পুজোয় বৃষ্টির সম্ভাবনা থাকলেও ভারী বৃষ্টির সম্ভাবনা নেই। রাত পেরোলেই...

AFC Champions League 2 -এর ম্যাচ খেলতে ইরান যাচ্ছে না মোহনবাগান

স্পোর্টস ডেস্ক: ইরানে খেলতে যাচ্ছেনা মোহনবাগান সুপার জায়ান্টস। নিরাপত্তার কারণ দেখিয়ে এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে। আগামীকাল অর্থ্যাৎ ২ অক্টোবর ইরানের তাবরিজ শহরে এএফসি চ্যাম্পিয়ন্স...

খবর এই মুহূর্তে

সন্দীপদের এবার জেলে গিয়ে জেরা করতে পারবে ইডি, জিজ্ঞাসাবাদ চলবে তাঁর দুই সঙ্গীকেও

খাসডেস্ক: আর্থিক দুর্নীতি মামলায় সন্দীপ ঘোষদের (sandip ghosh) জেলে গিয়ে জেরা করতে চায় ইডি (ED)। সেই মোতাবেক আদালতে জানানো হয়েছিল আবেদন। এবার সেই আবেদন...

পড়ল পোস্টার, ঘোষণা হল পুরস্কারও, নাবালিকা নিখোঁজে মহিষমারির ‘উল্টো’ ভূমিকায় নিউটাউন পুলিশ

পলাশ নস্কর, নিউটাউন:  বাবার কাছে বকুনি খেয়ে ১০ বছরের মেয়েটি বাড়ি ছেড়েছিল গত ২৮ শে সেপ্টেম্বর। অভিযোগ তারপর থেকেই বেপাত্তা। ওইদিন নাবালিকা মেয়েটি তার বাবা...

এই পুজোতেও জেলের ওপারে, বাঙালির মহোৎসবে জেল মুক্তির সম্ভাবনা কম পার্থ, সুবীরেশ, শান্তিপ্রসাদদের

খাসডেস্ক: কলকাতা হাইকোর্টে (KOLKATA HIGH COURT) নিয়োগ দুর্নীতি মামলায় রাজ্যের প্রাক্তন মন্ত্রী পার্থ চট্টোপাধ্যায়ের (PARTHA CHATTERJEE) জামিনের শুনানি শেষ হল। পুজোর পর রায় দানের...

পঞ্চমী থেকে দশমী কেমন থাকবে আবহাওয়া, জানাল হাওয়া অফিস

কলকাতা: বঙ্গোপসাগরে তৈরি হওয়া নিম্নচাপের জেরে গত কয়েকদিন বিক্ষিপ্ত বৃষ্টি হতে দেখা গিয়েছে বেশ কিছু জেলায়। আর এই বৃষ্টি চিন্তায় ফেলছে সাধারণ মানুষদের। পুজোয়...