
জলপাইগুড়ি: বাড়িতে দেখেশুনে ঠিক হয়েছে বিয়ে৷ দিনক্ষণও হয়েছে ঠিক৷ কিন্তু বিয়ের আগেই ঘটে যায় বিপত্তি৷ ভেঙে যায় বিয়ে৷ কারণ হিসেবে জানা যায়, বিয়ের কিছুদিন আগে যুবক বাড়িতে একটি চিঠি পাঠায়৷ ওই চিঠিতে হুমকি দেওয়া হয় যুবতীর গোপন ছবি ভাইরালের৷ ঘটনায় হবু বরকে গ্রেফতার (Arrest) করেছে পুলিশ৷
ঘটনাটি ঘটেছে জলপাইগুড়ি জেলার কোতোয়ালি থানা এলাকায়৷ পরিবার সূত্রে জানা গিয়েছে, বিয়ে ঠিক হওয়ার কিছুদিন পর ওই যুবক বাড়িতে একটি চিঠি পাঠায়৷ অভিযোগ সেই চিঠিতে উল্লেখ করা হয় যে, ৫০ হাজার টাকা দিতে হবে৷ না হলে ওই যুবতীর কিছু গোপন ছবি সোশ্যাল মিডিয়ায় ভাইরাল করে দেবে৷
বিয়ের কয়েকদিন আগে এমন হুমকি চিঠি পেয়ে হতবাক যুবতীর পরিবার৷ অবশেষে বিষয়টি নিয়ে কোতোয়ালি থানার পুলিশের দ্বারস্থ হন তাঁরা। যুবককে ধরার জন্য একটি পরিকল্পনা করে পুলিশ। একটি নির্দিষ্ট জায়গায় টাকা রেখে আসার কথা জানায় তরুণীর পরিবার। সেই ফাঁদে পা দেয় অভিযুক্ত। টাকা নিতে এলে তাকে হাতেনাতে গ্রেফতার করে পুলিশ।
অভিযুক্ত যুবককে গ্রেফতার করার পর টানা জিজ্ঞাসাবাদ করেন তদন্তকারীরা। প্রথমে নিজের দোষ স্বীকার করতে চায়নি অভিযুক্ত। দীর্ঘ জেরার পর অবশেষে দোষ স্বীকার করে অভিযুক্ত যুবক৷ পুলিশি জেরায় অভিযুক্ত যুবক জানায়, তরুণীর সঙ্গে সে একই স্কুলে পড়ত৷ তাই আগে থেকে দুজন দুজনকে চেনে৷ তবে ওই যুবকের কাছে যুবতীর কোনো গোপন ছবি নেই বলে দাবি করেছে৷
শুধুমাত্র টাকা আদায়ের জন্য এই পরিকল্পনা করেছিল বলে দাবি করেছে অভিযুক্ত যুবক৷ ধৃতকে রবিবার আদালতে তোলে পুলিশ৷ সেই সঙ্গে যুবকের ফোন বাজেয়াপ্ত করেছে পুলিশ৷ ফোনটি খতিয়ে দেখছে তদন্তকারীরা৷ পাশপাশি ঘটনার তদন্তে নেমেছে পুলিশ৷ ধৃতকে চলছে জিজ্ঞাসাবাদ৷