শ্রীরামপুর: আবার এক মর্মান্তিক দুর্ঘটনা ঘটল রাজ্যে। বাংলার শাসক দলের এক নেত্রীর আত্মহত্যা করার ঘটনাকে ঘিরে চাঞ্চল্য তৈরি হয়েছে। ট্রেনের সামনে ঝাঁপ মেরে আত্মঘাতী হন তৃণমূলের এই মহিলা কাউন্সিলর। ঘটনাটি ঘটেছে শ্রীরামপুর স্টেশনে। পুলিশ সূত্রে জানা গেছে, আত্মঘাতী মহিলার নাম রমা নাথ।
স্থানীয় সূত্রে খবর, শ্রীরামপুর পুরসভার ১৬ নম্বর ওয়ার্ডের তৃণমূল কাউন্সিলর ছিলেন ৪৮ বছর বয়সী এই মহিলা কাউন্সিলর। প্রত্যক্ষদর্শীরা জানিয়েছে, এ দিন ২ নম্বর ডাউন প্লাটফর্মে দাঁড়িয়ে ছিলেন রমা। ডাউন শেওড়াফুলি লোকাল আসতেই ট্রেনের সামনে ঝাঁপ দিলে তাঁর মৃত্যু হয়। জি আর পি তাঁর দেহ উদ্ধার করেছে।
সোমবার বেলা বারোটা নাগাদ শ্রীরামপুর ডাউন ২ নম্বর প্লার্টফমে এই মর্মান্তিক দুর্ঘটনাটি ঘটে। ময়নাতদন্তের জন্য হাসপাতালে নিয়ে যাওয়া হয়েছে। কী কারণে এই আত্মহত্যা তা এখনও জানা সম্ভব হয়নি। তবে তদন্তে নেমেছে রেল পুলিশ। এই ঘটনার পরই এলাকায় শোকের ছায়া নেমে আসে।