দক্ষিণ ২৪ পরগণা: আরজিকর কাণ্ডের জেরে বর্তমানে উত্তাল গোটা দেশ। আর এই আবহেই সামনে আসছে একের পর এক নারী নির্যাতনের ঘটনা। স্কুল চলাকালীন এক নাবালিকাকে শ্লীলতাহানির অভিযোগ উঠল এক শিক্ষকের বিরুদ্ধে। ঘটনার পর স্কুলের সামনে অভিভাবক এবং স্থানীয়রা বিক্ষোভ দেখালে তাদের ওপর চড়াও হয় স্থানীয় তৃণমূল কর্মীরা।
ঘটনাটি ঘটে দক্ষিণ ২৪ পরগণা (South 24 Parganas) জেলার গঙ্গাসাগরের (Gangasagar) বামনখালি এমপিপি উচ্চ বিদ্যালয়ে। স্থানীয় সূত্রে জানা গিয়েছে, গত শুক্রবার অন্যদিনের মতোই স্কুলে গিয়েছিল সপ্তম শ্রেনির এক ছাত্রী। কিন্তু ক্লাস চলাকালীন তাঁকে আলাদা করে ডেকে নিয়ে যায় সহকারী এক শিক্ষক। সেই সময় ওই ছাত্রীকে কুরুচিকর মন্তব্য করেন ওই শিক্ষক। এমনকি ওই ছাত্রীকে শ্লীলতাহানিও করে। এরপর ওই নাবালিকা বাড়ি গিয়ে গোটা ঘটনাটি জানায় তাঁর বাড়িতে।
নাবালিকার মুখে গোটা ঘটনাটি শুনে ক্ষোভে ফেটে পড়ে নির্যাতিতার পরিবার। এরপরই তারা স্থানীয় বাসিন্দাদের সঙ্গে নিয়ে স্কুলে গিয়ে ভারপ্রাপ্ত প্রধানশিক্ষককে ঘটনাটি জানায়। তবে তিনি ঘটনাটি শোনার পর থানায় এই ঘটনার বিরুদ্ধে অভিযোগ দায়ের করতে বারণ করেন ওই প্রধানশিক্ষক। এমনটাই দাবি নির্যাতিতার পরিবার সহ স্থানীয় বাসিন্দাদের। ঘটনাটি নিয়ে ব্যাপক চাঞ্চল্য ছড়িয়েছে গোটা এলাকায়।
সোমবারও এই ঘটনার জেরে উত্তাল থাকে গোটা স্কুল চত্বর। অভিযুক্ত শিক্ষক এবং সহকারী শিক্ষকের অপসারণের দাবিতে এইদিন স্কুলের দরজায় তালা লাগিয়ে বিক্ষোভ দেখায় স্কুলের অভিভাবক সহ স্থানীয় বাসিন্দারা। দোষীর কঠোর শাস্তির এবং পড়ুয়াদের নিরাপত্তারও দাবিও জানায় বিক্ষোভকারীরা।
বিক্ষোভ চলাকালীন বিক্ষোভকারীদের ওপর হামলা চালায় স্থানীয় তৃণমূল কর্মীরা। সাগর পঞ্চায়েত সমিতির কর্মাধ্যক্ষ এবং মুড়িগঙ্গা দু’নম্বর গ্রাম পঞ্চায়েতের প্রধানও ঘটনাস্থলে গিয়ে বিক্ষোভকারীদের ওপর হামলা চালিয়েছিল। এমনটাই দাবি করেছে বিক্ষোভকারীরা। অবশেষে পরিস্থিতি সামাল দিতে ঘটনাস্থলে উপস্থিত হয় স্থানীয় থানার পুলিশ।