অশোকনগর: একসঙ্গে সন্তান সহ দম্পতির ঝুলন্ত দেহ উদ্ধার ঘিরে চাঞ্চল্য ছড়ায় গোটা এলাকায়। বাড়ির দরজা দীর্ঘক্ষণ বন্ধ দেখে প্রতিবেশীরা ডাকাডাকি শুরু করে। তারপর সাড়া না পেয়ে দরজা ভাঙতে দেখতে পায় ৩ জনের ঝুলন্ত দেহ। ঘটনাস্থলে এসে পুলিশ মৃতদেহ উদ্ধার করে স্থানীয় হাসপাতালে নিয়ে যান।
ঘটনাটি ঘটেছে উত্তর ২৪ পরগণা (North 24 Parganas) জেলার অন্তর্গত অশোকনগর (Ashoknagar) নবপল্লি এলাকায়। শুক্রবার সকাল থেকে দরজা বন্ধ দেখে ডাকাডাকি শুরু করে প্রতিবেশীরা। তবে তারপর দরজা ভাঙতেই দেখতে পায় দীপক এবং তাঁর স্ত্রী ও ১০ বছরের কণ্যার ঝুলন্ত দেহ। খবর দেওয়া হয় স্থানীয় থানায়। ঘটনাস্থলে পৌঁছে পুলিশ মৃতদেহগুলি উদ্ধার করে ময়নাতদন্তের জন্য পাঠান।
স্থানীয় সূত্রে জানা গিয়েছে, বছর ৪৩-এর দীপক রায় তাঁর স্ত্রী এবং কন্যাকে নিয়ে থাকতেন। দীপক স্থানীয় এক প্লাইউড কারখানায় কাজ করতেন। পরিবারে কোনো অশান্তি ছিল না। প্রত্যেকেই খুব মিশুকে ছিল। সবার সঙ্গেই ভালো ব্যবহার করত। কোনদিনও কারোর সঙ্গে কোনো অশান্তি হয়নি। তবে বাজারে ঋণ ছিল। কিন্তু সেই ঋণ দীপক প্রতি মাসে ঠিক সময়ই শোধ করে দিত। তবে প্রতিবেশীদের অনুমান, মাথায় ঋণের বোঝা থাকাই হয়েতো আত্মহত্যা করতে বাধ্য হয়েছেন তাঁরা।
পুলিশ সূত্রে জানা গিয়েছে, প্রাথমিক রিপোর্ট অনুযায়ী মেয়েকে মেরে দীপক এবং তাঁর স্ত্রী আত্মহত্যা করেন। তবে পরিবারের সকলে একসঙ্গে আত্মঘাতী হওয়ার কারণ কী? তা সঠিক জানেননা কেউই। পুলিশ ঘটনাটি নিয়ে তদন্ত শুরু করেছেন। একই সঙ্গে তিনজনের মৃত্যুতে শোকের ছায়া নেমেছে গোটা এলাকায়।