
নিজস্ব সংবাদদাতা, শিলিগুড়ি: প্রতিদিনের মতো স্কুলে যাওয়ার জন্য বাড়ি থেকে বেরিয়ে ছিল৷ বাবা স্কুটি চালিয়ে স্কুলে নিয়ে যাচ্ছিল তাকে৷ কিন্তু বৃহস্পতিবার আর যাওয়া হল না স্কুলে৷ পথে দুর্ঘটনায় (Road Accident) মৃত্যু হল এক স্কুল পড়ুয়ার৷ ঘটনায় এলাকায় শোকের ছায়া নেমে এসেছে৷ কান্নায় ভেঙে পড়েছে গোটা পরিবার৷
বৃহস্পতিবার সকালে ঘটনাটি ঘটেছে শিলিগুড়ির জাবরাভিটা এলাকায়৷ ঘটনায় এলাকায় ব্যাপক চাঞ্চল্য ছড়ায়৷ স্থানীয় সূত্রে জানা গিয়েছে, প্রতিদিনের মতো স্কুটি চালিয়ে ছেলেকে স্কুলে দিতে যাচ্ছিলেন বাবা৷ ওই স্কুটিকে ছাত্রের মাও ছিলেন৷ জাবরাভিটা এলাকায় একটি তেল ট্যাঙ্কারকে ওভার টেক করতে যায় পড়ুয়ার বাবা৷
প্রত্যক্ষদর্শীদের কথায়, স্কুটিটির বাম দিকের লুকিং গ্লাস তেল ট্যাঙ্কারের সঙ্গে ধাক্কা লাগে৷ এরপরই ডানদিকে উল্টে যায় স্কুটিটি৷ বা দিকে ছিটকে পড়ে ৯ বছরের পড়ুয়া৷ সেই সময় তেল ট্যাঙ্কারের পিছনের চাকায় শিশুটির মাথা পিষে যায়৷ ঘটনাস্থলেই মৃত্যু হয় তার৷ ঘটনায় তীব্র উত্তেজনা ছড়ায়৷
খবর দেওয়া হয় নিউ জলপাইগুড়ি থানায়৷ পুলিশ ঘটনাস্থলে এসে ওই শিশুর মৃতদেহ উদ্ধার করে ময়নাতদন্তে পাঠায়৷ গুরুত্বর আহত অবস্থায় ওই শিশুর মা-বাবাকে উদ্ধার করে হাসপাতালে পাঠায়৷ পাশাপাশি ঘটনার তদন্ত শুরু করেছে পুলিশ৷ এলাকাবাসীর অভিযোগ, রাস্তার অবস্থা বেহাল৷ যার জেরেই এই দুর্ঘটনা ঘটেছে৷