মুর্শিদাবাদ: বর্তমানে আরজিকর কাণ্ডে চিকিৎসক পড়ুয়ার ধর্ষণ এবং খুনের ঘটনায় তোলপাড় গোটা দেশ। এই ঘটনার জেরে প্রশ্ন উঠেছে মহিলাদের নিরাপত্তা নিয়ে। আর এই আবহেই এক নার্সের রহস্য মৃত্যুতে চাঞ্চল্য ছড়িয়েছে সমগ্র মুর্শিদাবাদ (Murshidabad)। চারদিন নিখোঁজের পর ভাগিরথী নদী থেকে উদ্ধার করা হল ওই নার্সের দেহ। তবে ঘটনাটি ঘিরে ধোঁয়াশা সৃষ্টি হয়েছে। পুলিশ গোটা ঘটনাটির তদন্ত শুরু করেছে।
ঘটনাটি ঘটেছে মুর্শিদাবাদ (Murshidabad) জেলার বহরমপুরের (Berhampore) কোদলা থানা এলাকায়। জানা গিয়েছে, বছর ২৩-এর এই নার্সের নাম সুচিত্রা মণ্ডল। বহরমপুরেরই এক বেসরকারি নার্সিংহোমে তিনি কর্মরত ছিলেন। গত বুধবার রাতে কাজ সেরে মেসে ফেরার জন্য বেড়িয়েছিলেন তিনি। সেময় তাঁর মায়ের সঙ্গে কথাও বলেছিলেন ফোন করে। কিন্তু তারপর থেকেই আর তাঁকে ফোনে পাওয়া যায়নি, এমনটাই দাবি মৃতার পরিবারের।
মেয়ের খবর না পেয়ে আতঙ্কিত হয়ে পড়েন তাঁর মা-বাবা। তাই স্থানীয় থানায় নিখোঁজ ডায়েরিও করেন তাঁরা। নিখোঁজ ডায়েরি পেয়ে পুলিশ তল্লাশি শুরু করে। তবে জানা গিয়েছে, নিখোঁজের দিন রাতেই রামেন্দ্র সুন্দর ত্রিবেদী ব্রিজ থেকে একজোড়া জুতো উদ্ধার করেছিল পুলিশ। তারপরই ভাগীরথীতে শুরু করা হয় তল্লাশি। দীর্ঘ তল্লাশির পর গত রবিবার সাঁটুই সংলগ্ন এলাকায় ভাগীরথী নদী থেকে একটি দেহ উদ্ধার হয় পুলিশের তৎপরতায়।
খবর দেওয়া হয় নিখোঁজ নার্সের মাকে। তিনি গিয়ে মেয়ের দেহ শনাক্ত করেন। তারপর মৃতদেহটি ময়নাতদন্তের জন্য পাঠিয়েছে পুলিশ। তবে এটি আত্মহত্যা নাকি খুন তা সঠিক জানে না কেউই। এর নেপথ্যে মূল কারণ কী তা নিয়ে তদন্ত করছে কোদলা থানার পুলিশ। মৃতের মা জানিয়েছেন, তাঁর মেয়ের কোনওরকম সমস্যা ছিল না। খুব চাপা স্বভাবের হলেও তাঁর কারও সঙ্গে কোনও অশান্তি ছিল না। তবে কেন এই ঘটনা, তা নিয়ে তৈরি হয়েছে ধোঁয়াশা।