উত্তর ২৪ পরগনাঃ সম্পত্তির কারণে মহিলাকে খুন! মহিলাকে খুনের অভিযোগ প্রোমোটারের বিরুদ্ধে। ব্যারাকপুর তেলিনিপাড়া এলাকার ঘটনা। মৃতদেহ আটকে রেখে বিক্ষোভ বাসিন্দাদের।
ব্যারাকপুর দেবপুকুর এলাকার বাসিন্দা সাথী ঘোষ। জানা গিয়েছে মহিলা ও তাঁর পরিবারের নামে রয়েছে প্রচুর জমিজমা। অভিযোগ সেই জমি পরিবারের লোকজনদের বুঝিয়ে নিয়ে নেয় স্থানীয় প্রোমোটার বিধান রায়। সাথী ঘোষের বাড়ির সদস্যদের তেলিনিপাড়ায় একটি বাড়িতে ভাড়া করে রাখেন ঐ প্রোমোটার। বেশ কিছুদিন ধরে নিখোঁজ ছিলেন সাথী। মোহনপুর থানায় লেখানো হয় মিসিং ডাইরি। অবশেষে বাড়ির ওপরের ঘর থেকে নিখোঁজ সাথী ঘোষের দেহ উদ্ধার হয়। অভিযোগ প্রোমোটারই খুন করে সাথীর দেহ বাড়ির উপরের ঘরে রেখে দেয়।
আরও পড়ুন :মুখ্যমন্ত্রীর বাড়ির সামনে গাড়ি থেকে নেমেই তাঁর অগণিত ভক্তদের দিকে হাত নাড়লেন ‘টাইগার’
ঘটনার পর থেকে পলাতক অভিযুক্ত প্রোমোটার। পুলিশ এসে মৃতদেহ উদ্ধার করে নিয়ে যাওয়ার সময় দেহ আটকে রেখে বিক্ষোভ দেখায় এলাকার স্থানীয় বাসিন্দারা। ঘটনাকে কেন্দ্র করে ব্যাপক উত্তেজনা ছড়িয়েছে ব্যারাকপুর শিউলি গ্রাম পঞ্চায়েতের অন্তর্গত তেলনিপাড়া এলাকায়। ঘটনার তদন্ত শুরু করেছে মোহনপুর থানার পুলিশ।