কাঁকসা: ব্যাঙ্ক থেকে ঋণ নিয়ে তা পরিশোধ করতে পারেননি পশ্চিম বর্ধমানের এক ব্যক্তি। আর তার জেরেই বাড়িতে হাজির ব্যাঙ্ক কর্তৃপক্ষ। তাঁরা ইতিমধ্যেই বাড়িটি সিল করে দিয়েছেন। এই ঘটনাকে ঘিরে চাঞ্চল্য ছড়িয়েছে গোটা এলাকায়।
সূত্রের খবর, পশ্চিম বর্ধমান (Paschim Bardhaman) জেলার কাঁকসার (Kanksa) মনোজপল্লির এক ব্যক্তি বছর পাঁচেক আগে একটি রাষ্ট্রায়ত্ত্ব ব্যাঙ্ক থেকে প্রায় ৮০ লক্ষ টাকার লোন নিয়েছিলেন। তাই তা সুদ সমেত ফেরত দেওয়ার কথা ছিল তার। বর্তমানে সেই টাকার ৩০ লক্ষ টাকা বকেয়া ছিল। তাই ব্যাঙ্কের পক্ষ থেকে বারবার ওই ব্যক্তিকে ঋণ পরিশোধ করার আবেদন করা হয়েছিল। কিন্তু ব্যাঙ্কের আবেদন করার পরও তা শোধ করেননি তিনি।
এই ঘটনার পরই ব্যাঙ্ক কর্তৃপক্ষ স্থানীয় থানার সহায়তায় বুধবার হাজির হয় ওই ব্যক্তির বাড়িতে। স্থানীয় সূত্রে জানা গিয়েছে, প্রায় ৩০ জন পুলিশ কর্মী আচমকাই এসে ওই ব্যক্তির বাড়িটি ঘিরে ফেলেন। তাঁদের সঙ্গে এসেছিলেন ব্যাঙ্কের আধিকারিকেরাও। এমন একটি ঘটনায় হতবাক স্থানীয় বাসিন্দারা।
এই বিষয়ে ব্যাঙ্কের অ্যাসিস্ট্যান্ট জেনারেল পদমর্যাদার এক আধিকারিক বলেছেন, “কোনও রাষ্ট্রায়াত্ত্ব ব্যাঙ্ক চায় না গ্রাহকের বাড়ি নিলাম করতে। তাই তাঁরা বারবার বাড়িটিতে এসে দেখা করে গিয়েছিলেন বাড়ির মালিকের সঙ্গে। তাকে লোন পরিশোধ করার কথা বলেছিলেন এবং তার সুযোগও দিয়েছিলেন একাধিকবার। কিন্তু তারপরও ব্যাঙ্কের বকেয়া পরিশোধ করেননি ওই ব্যক্তি। তাই বাধ্য হয়েই ব্যাংক কর্তৃপক্ষকে আদালতের দ্বারস্থ হতে হয়। এরপর সমস্ত আইন মেনেই বাড়িটির দখল নেওয়া হয়েছে।”