হাওড়া: সপ্তাহের মাঝেই বাতিল একগুচ্ছ লোকাল ট্রেন৷ ১৪ অগস্ট হাওড়া ডিভিশনে বাতিল প্রচুর লোকাল ট্রেন৷ কারণ হিসেবে জানা গিয়েছে লাইনে রক্ষণাবেক্ষণের কাজ চলবে৷ ট্রেন বাতিলের জেরে ফের ভোগান্তির শিকার যাত্রীরা৷ যদিও রেলের তরফে আগাম দুঃখ প্রকাশ করা হয়েছে৷
রেল সূত্রে খবর, ১৪ অগস্ট বুধবার জনাই রোড স্টেশনে ট্র্যাক রক্ষণাবেক্ষণ কাজের জন্য আপ হাওড়া বর্ধমান কর্ড ৩৬৮১১ (৪:০০) এবং ডাউন বর্ধমান হাওড়া কর্ড ৩৬৮১২ (২:৫৮) ট্রেন বাতিল থাকবে। ১২৩৭০ দেরাদুন-হাওড়া কুম্ভ এক্সপ্রেস বর্ধমান-ব্যান্ডেল-হাওড়া হয়ে চলবে এবং ১৩১৪৮ বামনহাট-শিয়ালদহ উত্তরবঙ্গ এক্সপ্রেস ১৪.০৮.২০২৪ তারিখে ৩০ মিনিটের জন্য নিয়ন্ত্রণ করা হবে।
উল্লেখ্য, হাওড়া লাইনে হাওড়া-বর্ধমান শাখায় জাউগ্রাম ও গুড়াপ স্টেশনের কাছে পাওয়ার ব্লক থাকবে। রেল লাইনে মেরামতির কাজ চলবে আগামী ৫/৬ অক্টোবর পর্যন্ত। সেই কারণে হাওড়া-বর্ধমান ইএমইউ লোকাল (কর্ড লাইন) আপ ৩৬৮১১ এবং ডাউন ৩৬৮১২ ট্রেন দুটি আগামী ১০ অগস্ট, ১৩, ১৬, ১৮, ২১, ২৩, ২৫, ২৮, ৩০ অগস্ট, ১ সেপ্টেম্বর, ৪, ৬, ৮, ১১, ১৩, ১৫, ২০, ২২, ২৫, ২৭, ২৯ সেপ্টেম্বর, ২ অক্টোবর, ৪, ৬ অক্টোবর বাতিল থাকবে।