বসিরহাট: নিম্নচাপ এবং অমাবস্যার কোটালের জোড়া ফালা। উত্তাল সমুদ্র। উপকূল তীরবর্তী অঞ্চলের নদীগুলিতেও বেড়েছে জলোচ্ছ্বাস। সঙ্গে পাল্লা দিয়ে বইছে ঝোড়ো হাওয়া। এরকমই দিনে বড়সড় দুর্ঘটনার সাক্ষী থাকলো সুন্দরবন। সন্দেশখালি নেজাট ১ নম্বর ব্লকের কালিনগরের কাছে বেতনী নদীতে উল্টে যায় পর্যটন বোঝাই নৌকা। নৌকার মাঝি সহ দশ জন পড়েও যান নদীতে।
আরও পড়ুনঃ গলা কেটে রেখে দেব, প্রকাশ্যে রোগীর পরিজনদের হুমকি দিচ্ছেন BMOH, ভাইরাল ভিডিও
জানা গিয়েছে, লোহার রড সহ অতিরিক্ত পণ্য বোঝাই করে নিয়ে একটি নৌকা বসিরহাট মহকুমার ন্যাজাট থানার বেতনী নদীতে ন্যাজাট থেকে কালিনগর ঘাটের দিকে যাচ্ছিল। সেই সময় নদীতে অতিরিক্ত জলের ঢেউ থাকার ফলে নৌকা কাত হয়ে যায়। নৌকার মাঝি সহ দশ জন পড়ে যান নদীতে। নদী সাঁতরে কোনওরকমে রক্ষা পান নৌকার যাত্রীরা। আহতদের আশঙ্কাজনক অবস্থায় তাঁদেরকে উদ্ধার করে হাসপাতালে নিয়ে যায় স্থানীয় বাসিন্দারা। তবে এখনও কোনও নিখোঁজের সংখ্যা নেই। এদিকে, নৌকা কাত হয়ে যাওয়ায় লোহার রড গুলিও নদীতে পড়ে গিয়েছে।
আরও পড়ুনঃ গত দুই বছরে সেঞ্চুরি নেই, কেরিয়ারের সবচেয়ে খারাপ সময়ে Virat Kohli
ঘটনার তদন্ত শুরু করেছে ন্যাজাট থানার পুলিশ। ঘূর্ণিঝড়ের জন্য বন্ধ থাকার কথা ছিল ফেরি চলাচল। তাহলে কি প্রশাসনের নির্দেশ অমান্য করে এই পণ্যবাহী নৌকাটি চালান হচ্ছিল, সেইনিয়ে উঠেছে প্রশ্ন। ইতিমধ্যেই নৌকা চলাচল বন্ধ রাখার নির্দেশ দেওয়া হয়েছে প্রশাসনের পক্ষ থেকে।