নিজস্ব সংবাদদাতা, বসিরহাট: সাতজন বাংলাদেশীকে অবৈধভাবে যাতায়াত করার অপরাধে গ্রেফতার করল স্বরূপ নগর থানার পুলিশ৷ পাঠানো হয় বসিরহাট মহকুমা আদালতে৷ ঘটনাস্থল স্বরূপনগর সীমান্ত৷
বাংলাদেশের অস্থিরতা চলছে৷ তার মধ্য প্রতিদিন স্বরূপনগর সীমান্ত এলাকা দিয়ে অবৈধভাবে যাতায়াত বেড়ে চলেছে৷ গত কয়েক দিনের মতো এদিন স্বরূপনগর থানার পুলিশ সাতজন বাংলাদেশিকে গ্রেফতার করে বসিরহাট মহকুমা আদালতে পাঠায়৷
পুলিশ সূত্রে জানা যায়, পলাশ বিশ্বাস ফরিদপুর, রহিম মোল্লা নড়াইল, রব্বানী খান যশোহর, এমডি সাইফুল্লাহ যশোর, তন্ময় হালদার বরিশাল, নিমাই বিশ্বাস সঙ্গে তার স্ত্রী স্মৃতি বিশ্বাস বাংলাদেশ থেকে অবৈধভাবে এদেশে প্রবেশ করে৷
সেই সময় পৃথক পৃথকভাবে হাকিমপুর ও তারালী সীমান্ত এলাকার কর্তব্যরত বিএসএফের জওয়ানরা আটক করে৷ জিজ্ঞাসাবাদের পর তাদেরকে স্বরূপনগর থানার পুলিশ হাতে তুলে দেয়৷ পুলিশ তাদেরকে গ্রেফতার করে বুধবার বসিরহাট মহকুমা আদালতে পাঠায়৷