৭ কিলোমিটার ধাওয়া করে ৫ দুষ্কৃতিকে পাকড়াও করল পুলিশ

0
30

সুদেষ্ণা মন্ডল, ক্যানিং : হাওড়া থেকে ট্যাক্সি ভাড়া করেছিল চার কুখ্যাত দুষ্কৃতি। ছিনতাই করার ছক কষেছিল এই কুখ্যাত দুষ্কৃতিরা। মঙ্গলবার রাতে প্রবল বৃষ্টির সময়ে ক্যানিং থানার তালদি বাস স্ট্যান্ড সংলগ্ন এলাকার রাস্তার ওপর দাঁড়িয়ে ছিনতাই করার ছক কষে তারা। এই খবর পুলিশের কাছে পৌঁছে যায়।

গোপন সূত্রে খবর পেতেই পুলিশও তৎপর হয়। দ্রুততার সঙ্গে ক্যানিং থানার একটি পুলিশের দল ঘটনাস্থলে পৌঁছে যায়। দুষ্কৃতিরা বুঝতে পেরে তালদির খিরিশতলা থেকে ট্যাক্সিটি দ্রুত গতিতে চালিয়ে ক্যানিং বাজারের দিকে রওনা দেয়। ট্যাক্সির পিছু ধাওয়া করে ক্যানিং থানার পুলিশের ওই দল। এরপর রাতের অন্ধকারে দুষ্কৃতিরা মরিয়া হয়ে পালিয়ে যাওয়ার চেষ্টা করে।

- Advertisement -

কিন্তু পুলিশের বুদ্ধির কাছে হার মানে দুষ্কৃতিরা। দীর্ঘ প্রায় সাত কিলোমিটার রাস্তা ধাওয়া করে ক্যানিং-বারুইপুর রোডের ক্যানিং মহকুমা হাসপাতাল সংলগ্ন এলাকা থেকে পাকড়াও করা হয় ট্যাক্সিটিকে। ট্যাক্সির মধ্যে থেকে গ্রেফতার করা হয় কুখ্যাত ছিনতাইবাজ জিসান গাজি, জুম্মান গাজি, আসান আলি গাজি, সারির কাজি ও ট্যাক্সি চালক সুখদেব প্রসাদ যাদবকে। ধৃতদেরকে বুধবার আদালতে তোলা হয়েছে বলে জানা গিয়েছে।