স্পোর্টস ডেস্ক: সম্প্রতি লেক টাউনে হয়ে গেল উত্তর ২৪ পরগণা জেলা আন্ডারওয়াটার স্পোর্টস অ্যাসোসিয়েশন কর্তৃক আয়োজিত চতুর্থ জেলা ফিনসুইমিং চ্যাম্পিয়নশিপ লেক টাউনে। রবিবার এই নতুন স্পোর্টস ইভেন্টটি আয়োজিত হয়েছে লেক টাউন সুইমিং পুলে। যার উদ্বোধন করেন রাজ্যের দমকল মন্ত্রী তথা সংস্থার অন্যতম পৃষ্ঠপোষক সুজিত বসু।
আরও পড়ুন: গাফিলতির অভিযোগ, জেতার পরও কেড়ে নেওয়া হল ব্রোঞ্জ
জেলা ফিনসুইমিং চ্যাম্পিয়নশিপের চতুর্থতম বর্ষ ছিল এটি। গত ৩ এবং ৪ অগাস্ট এই ইভেন্ট হওয়ার কথা ছিল। তবে অনিবার্য কারণবশতঃ তা রবিবার অনুষ্ঠিত হয়। লেক টাউন সুইমিং পুলে এদিন সম্পূর্ণ নতুন এই স্পোর্টসকে কেন্দ্র করে নারী-পুরুষ নির্বিশেষে ১১ বছর থেকে ৫৫ বছর বয়সী প্রতিযোগীদের উন্মাদনা ছিল দেখার মত।
৭টি ইউনিট থেকে ১৪০ জনেরও বেশি ফিনসুইমার এবং ৪০ জনেরও বেশি টেকনিক্যাল অফিসিয়াল ছিলেন। বয়স এবং লিঙ্গের ভিত্তিতে একদিনেই মোট ১০০টি ইভেন্ট আয়োজিত হয়েছে। যা সকাল ৯ টায় শুরু হয়ে চলে সন্ধ্যা ৭ টা পর্যন্ত। উদ্বোধনের পর ওয়ার্ম আপ। এবং তারপর আরও নানাবিধ ইভেন্টের পর শুরু হয় মূল প্রতিযোগিতা। এই চ্যাম্পিয়নশিপ থেকেই নির্বাচিত হয়েছে জেলার ফিনসুইমিং দল। যারা রাজ্য ফিনসুইমিং চ্যাম্পিয়নশিপে অংশগ্রহণ করবে।
খাস খবর ফেসবুক পেজের লিঙ্ক:
https://www.facebook.com/khaskhobor2020/
মন্ত্রী সুজিত বসু উত্তর ২৪ পরগণা জেলা আন্ডারওয়াটার স্পোর্টস অ্যাসোসিয়েশনের অন্যতম পৃষ্ঠপোষক। ইভেন্টের উদ্বোধন করার পাশাপাশি ইভেন্ট শেষে জয়ী প্রতিযোগীদের হাতে পুরস্কারও তুলে দেন তিনি। এছাড়াও উপস্থিত ছিলেন আন্ডার ওয়াটার অ্যাসোসিয়েশন অফ বেঙ্গলের সচিব কঙ্কন পানিগ্রাহী। ছিলেন উত্তর ২৪ পরগণা জেলা আন্ডার ওয়াটার স্পোর্টস অ্যাসোসিয়েশনের সভাপতি আশিষ গঙ্গোপাধ্যায় এবং সচিব আশিষ সরকারও।