হাওড়া: এই প্রথম বিদেশের ২টি পর্বতশৃঙ্গ জয় করলেন বাংলার ৪ অভিযাত্রীর (Explorers) একটি দল। হাওড়া থেকে যাওয়া ৪ জন অভিযাত্রী আজারবাইজানের (Azerbaijan) দুটি অন্যতম পর্বতশৃঙ্গ আরোহণ করার জন্য বেশ কিছুদিন আগে রওনা দিয়েছিলেন। অবশেষে ৩ আগস্ট শাহাদাগ (Mount Shahdagh) শৃঙ্গ এবং ৫ আগষ্ট বাজারদুজুর (Mount Bazarduzu) শীর্ষে পৌঁছায় তাঁরা।
আজারবাইজান দেশের ককেশাস পর্বতমালার (Caucasus Mountains) দুটি শৃঙ্গ মাউন্ট শাহাদাগ (Mount Shahdagh), যার উচ্চতা প্রায় ১৪,০০২ ফুট এবং মাউন্ট বাজারদুজু (Mount Bazarduzu), যার উচ্চতা ১৪,৬৫২ ফুট। এই শৃঙ্গগুলিকে আরোহন করার জন্য বাংলার অভিযাত্রীর দলটি গত ২ আগস্ট আজারবাইজানের (Azerbaijan) রাজধানী বাকু (Baku) থেকে প্রায় আড়াইশো কিলোমিটার দূরে একটি গ্রামে পৌঁছান। যার নাম খিলানিগ।
সূত্রের খবর, খিলানিগ গ্রাম থেকে ৩ আগস্ট অভিযাত্রীর দলটি শাহাদাগ শৃঙ্গ জয় করার উদ্দেশ্যে রাত তিনটের সময় রওনা দিয়েছিলেন। এরপর তাঁরা সকাল এগারোটা নাগাদ শাহাদাগ (Mount Shahdagh) শৃঙ্গে আরোহন করেন। তাঁদের পরের লক্ষ ছিল আজারবাইজানের সর্বোচ্চ শৃঙ্গ মাউন্ট বাজারদুজু (Mount Bazarduzu)। গত ৫ আগস্ট সেই উদ্দেশ্যেই ভোররাতে রওনা হন তাঁরা। সকাল ৯ টায় তাঁরা পৌঁছে যান বাজারদুজুর শীর্ষে।
জানা গিয়েছে, বাংলা থেকে যাওয়া চারজন সদস্য হলেন দেবাশিস বিশ্বাস, মলয় মুখোপাধ্যায়, কিরণ পাত্র এবং অভিজিৎ রায়। তাঁদের পর্বত জয়ের বিষয়ে দেবাশিস বলেন, “ইচ্ছে ছিল বাজারদুজুর (Mount Bazarduzu) পাশের শৃঙ্গ মাউন্ট জাফর আরোহন করার। কিন্তু সম্প্রতি সেই শৃঙ্গের মাথায় রাখা ফলক চুরি হয়ে যাওয়ায় জাফর আরোহন করতে দেওয়া হয়নি আমাদের। তাই পরিকল্পনা বাতিল করেই ফিরে আসতে হয়। সেই কারণে তিনটে শৃঙ্গ জয়ের আক্ষেপ থেকেই গেল।”