মিলন পণ্ডা, মারিশদা: জাতীয় সড়কে মর্মান্তিক পথ দুর্ঘটনা৷ মৃত্যু হল তিন বাইক আরহী যুবক ও এক পর্যটক যুবতীর৷ মর্মান্তিক দুর্ঘটনা ঘটেছে দিঘা নন্দকুমার ১১৬ বি জাতীয় সড়কে খড়িপুকুরিয়া বাসস্ট্যাণ্ড সংলগ্ন এলাকায়। পর্যটকের গাড়ির সঙ্গে বাইকের মুখোমুখি সংঘর্ষ হয়। নিয়ন্ত্রণ হারিয়ে পর্যটকের গাড়িটি পাশের নয়নজুলিতে উল্টে যায়।
পুলিশ জানিয়েছে, মৃত বাইক আরোহীরা হলেন শুভঙ্কর জানা (২৩), বিশ্বজিৎ মণ্ডল (২৪) ও অতুন মণ্ডল (২৩)। তিনজনের বাড়ি কাঁথি থানার ঘোড়াঘাটা এলাকায়৷ মহিলা পর্যটক নদিয়া জেলার তাহেরপুরে কোয়েল সিং (১৯)। গুরুতর জখম হয়েছেন পর্যটক গাড়ির চালক সহ দু’জন। ঘটনায় এলাকায় শোকের ছায়া নেমে এসেছে। পরিবারের সদস্যদের পাশে থাকার বার্তা দিয়েছেন স্থানীয় তৃণমূল নেতৃত্ব থেকে প্রশাসনে আধিকারিকেরা।
পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গিয়েছে, বুধবার নদিয়া জেলার তাহেরপুর থেকে একটি জাইলো গাড়ি করে সৈকত নগরী দিঘা বেরিয়ে বাড়ির উদ্দেশ্যে রওনা দিয়েছিল। বৃহস্পতিবার একটি মাছের দোকান উদ্বোধন হওয়ার কথা ছিল। সেই জন্য তিন বন্ধু বাইকে করে জিনিস আনতে আসছিল। দিঘা নন্দকুমার ১১৬ বি জাতীয় সড়কে খড়িপুকুরিয়া বাসস্ট্যাণ্ডে নদিয়া জেলার পর্যটকের জাইলো গাড়ির সঙ্গে বাইকের মুখোমুখি সংঘর্ষ হয়।
এরপর পর্যটকের গাড়িটি নিয়ন্ত্রণ হারিয়ে পাশে থাকা নয়নজুলিতে পড়ে যায়৷ দুর্ঘটনার পর ব্যাপক যানজটের সৃষ্টি হয়। অবরুদ্ধ হয়ে পড়ে জাতীয় সড়ক৷ মারিশদা থানায় পুলিশ গিয়ে রক্তাক্ত জখম ৩ বাইক আরোহী ও তিনজন পর্যটককে উদ্ধার করে কাঁথি মহকুমা হাসপাতালে ভর্তি করেন। কাঁথি মহাকুমা হাসপাতালে চিকিৎসক তিনজন বাইক আরোহী ও নদীয়া জেলা ওই মহিলা পর্যটকের মৃত বলে ঘোষণা করেন।
অবস্থার অবনতি হলে পর্যটক গাড়ির চালক ও বাকি পর্যটককে কলকাতায় স্থানান্তরিত করা হয়েছে বলে জানা গিয়েছে। মারিশদা থানার পুলিশ দুর্ঘটনাগ্রস্থ গাড়ি ও বাইকটি উদ্ধার করে থানায় নিয়ে আসে। মারিশদা থানার ওসি বুদ্ধদেব মাল জানান, দ্রুত গতিতে থাকার কারণে দুর্ঘটনাটি ঘটেছে বলে প্রাথমিকভাবে অনুমান করা হচ্ছে৷ মৃত নদিয়ার পর্যটকের পরিবারের সদস্যদের খবর পাঠানো হয়েছে। পুরো ঘটনাটি খতিয়ে দেখা হচ্ছে৷
মৃত তিন যুবকের পরিবারের সদস্যদের পাশে থাকার বার্তা দিয়েছেন স্থানীয় নেতৃত্বরা। কাঁথি দেশপ্রাণ ব্লকের ঘোড়াঘাটা গ্রামের তৃণমূল কংগ্রেসের বুথ সভাপতি সমীরণ বারিক বলেন, ‘‘খুবই মর্মান্তিক দুর্ঘটনা। সরকারি ও দলীয়ভাবে পরিবারের সদস্যদের পাশে থাকবো আমরা৷’’