রানাঘাট: এনআরসি নিয়ে পিছু হটেছে কেন্দ্র৷ কিন্তু এনপিআর নিয়ে এগোচ্ছে মোদী সরকার৷ এনপিআরকে এনআরসি’র দিকে একধাপ বলে মনে করা হচ্ছে৷ এই অবস্থায় বাংলার মানুষকে সাবধান করে দিলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়৷ জানিয়ে দেন, চাইলেই কাউকে কোনও ডকুমেন্ট দেখাবেন না৷
মতুয়া জমি পুনরুদ্ধারে আসরে নামেন তৃণমূলনেত্রী৷ মঙ্গলবার মতুয়া অধ্যুষিত রানাঘাট ও বনগাঁয় সভা করেন তিনি৷ কেন্দ্রের জনবিরোধী নীতির পাশাপাশি এনআরসি, সিএএ এবং এনপিআর নিয়ে বিজেপিকে তোপ দাগেন তৃণমূল সুপ্রিমো৷ নদিয়ার সভা থেকে বিজেপিকে তুলোধনা করে মুখ্যমন্ত্রী বলেন, ‘‘মায়ের জন্ম শংসাপত্র নেই বলে কি আমায় দেশ থেকে তাড়িয়ে দেওয়া হবে৷ আমি না বললে কাউকে কোনও ডকুমেন্ট দেখাবেন না৷ কেউ আধার কার্ড চাইবে৷ কেউ পরিবারের তথ্য জানতে চাইবে৷ কিন্তু কাউকে কোনও ডকুমেন্ট দেবেন না৷ আমি না বলা অবধি নয়৷’’ এনআরসি নিয়েও সরব হন মুখ্যমন্ত্রী৷ বলেন, ‘‘এনআরসি’র আতঙ্কে রাজ্যে ৩১-৩২ জন মারা গিয়েছে৷ অসমে ১০০-র বেশি মানুষ মারা গিয়েছে৷’’
এদিন বনগাঁর সভায় মতুয়াদের জন্য রাজ্য সরকার কী কী করেছে তার ফিরিস্তি দেন মুখ্যমন্ত্রী৷ সেখানেও টেনে আনেন এনআরসি সিএএ ইস্যু৷ বলেন, ‘‘আমার বুকের পাটা আছে৷ তাই এনপিআর করতে দিইনি৷ ওরা হিন্দু-মুসলমানের মধ্যে দাঙ্গা বাধায়৷ বাঙালি বাঙালি দাঙ্গা বাধায়৷ মতুয়া ও নমঃশূদ্রের মধ্যে দাঙ্গা বাধায়৷ আমি ওরকম লোক নই৷ আমার কাছে সব ধর্মের মানুষ সমান৷’’