মিলন পণ্ডা, কাঁথি: অভিনব প্রতারণা শিকার হল কাঁথির এক যুবক৷ কাঁথি থানায় দ্বারস্থ হল কাঁথির ওই প্রতারিত যুবক৷ স্করপিও গাড়ি বিক্রি জন্য ওয়েলেক্সসহ বিভিন্ন জায়গায় সংশ্লিষ্ট বিজ্ঞাপন দেন। গাড়ি টেস্ট ড্রাইভের নাম করে বেপাত্তা দুই যুবক। অভিযোগ মূলে তদন্ত শুরু করেছে পুলিশ।
জানা গিয়েছে, কাঁথির গিমাগ্যাড়ার বাসিন্দার যুবক শেখ বেলাল তুল্লা ওয়েলেক্সসহ বিভিন্ন জায়গায় সংশ্লিষ্ট স্বরপিও গাড়িটি বিক্রির জন্য বিজ্ঞাপন দিয়েছিলেন। দু’দিন আগে সকাল সাড়ে ৯ টা নাগাদ কাঁথির গিমাগেড়িয়া বাড়িতে এসে পৌঁছায় দুই অচেনা যুবক। তারা দক্ষিণ ২৪ পরগনার জেলার ক্যানিং এলাকার দাস অটোমোবাইল-এর কর্মচারী পরিচয় দেয়।
দুই যুবক জানায় গাড়ি কিনতে চায়। সেই মতো গাড়ির খুঁটিনাটি পরীক্ষার পর টেস্ট ড্রাইভের জন্য গাড়ির চাবি চায়। তাদের হাতে গাড়ির চাবিও তুলে দেন গাড়ির মালিক শেখ বেলাল তুল্লা। অভিযোগ, তারপর দীর্ঘক্ষণ গাড়ি না নিয়ে ফেরায় তিনি ওই দুই ব্যক্তিকে ফোন করেন। তখন তারা জানায়, গাড়ির টায়ার পাংচার হয়েছে। মেরামত করতে কিছুক্ষণ সময় লাগবে। তারও ঘন্টাখানেকে পর দেখা যায় অভিযুক্তদের ফোন বন্ধ করে দেন।
চিন্তায় পড়ে যান গাড়ি মালিক শেখ বেলাল তুল্লা। গাড়ির খোঁজ শুরু করেন। আর গাড়ি নিয়ে ফিরে আসেনি। আরও অভিযোগ, এরপর দুপুর নাগাদ অন্য একটি মোবাইল থেকে অভিযুক্তরা তাঁকে ফোন করে বলে চন্দননগরে এসে আপনার গাড়ির কাগজপত্রে সই করে দিয়ে যান। কিছু টাকা দিয়ে দেব নিয়ে চলে যাবেন। ঘটনায় পর হতভম্ব অভিযোগকারী ও তাঁর বাড়ির লোকজন। গাড়ি ফিরে পাওয়ার আশায় কাঁথি থানায় লিখিত অভিযোগ দায়ের করেন। কাঁথি থানায় এক পুলিশ আধিকারীক জানান, অভিযোগ দায়ের হয়েছে। পুরো ঘটনাটি খতিয়ে দেখা হচ্ছে।