বসিরহাট: বাংলাদেশে পাচারের আগেই ধরা পড়ল এক পাচারকারী। বিপুল পরিমাণে বিরল প্রজাতির কচ্ছপ-সহ এক পাচারকারী বিএসএফের জালে। ঘটনাটি ঘটেছে উত্তর ২৪ পরগণার বসিরহাটের স্বরূপনগর থানার অন্তর্গত বিথারী-হাকিমপুর গ্রাম পঞ্চায়েতের ভারত-বাংলাদেশ তারালী সীমান্তে।
জানা গিয়েছে, মঙ্গলবার ভোররাতে তারালী সীমান্তে টহল দিচ্ছিল সীমান্তরক্ষী বাহিনীর ১৪৩ নম্বর ব্যাটেলিয়ানের জওয়ানরা। সেই সময় তারালি গ্রামেরই এক যুবককে একটি বস্তা নিয়ে যেতে দেখে জওয়ানরা। সন্দেহভাজন মনে করে তার হাতে থাকা বস্তাটিতে তল্লাশি চালায় বিএসএফ জওয়ানরা। তল্লাশি চালিয়ে তার কাছে থাকা বস্তাটি থেকে উদ্ধার হয় ১৫৫ টি বিরল প্রজাতির কচ্ছপ।
এরপরই বিএসএফ জওয়ানরা ওই যুবককে জিজ্ঞাসাবাদ করে। এই জিজ্ঞাসাবাদেই জানতে পারে, উদ্ধার হওয়া কচ্ছপগুলিকে ভারত থেকে বাংলাদেশে পাচার করার জন্য নিয়ে যাওয়া হচ্ছিল। এরপরই উদ্ধার হওয়া কচ্ছপগুলোকে বনদফতরের হাতে তুলে দেয় জওয়ানরা। ওই যুবককেও আটক করে স্বরূপনগর (Swarupnagar) থানার পুলিশের হাতে তুলে দেয় তারা।
সীমান্তে এই ঘটনাকে ঘিরে চাঞ্চল্য ছড়িয়েছে গোটা এলাকায়। তবে বিষয়টি নিয়ে তদন্ত শুরু করেছে স্বরূপনগর থানার পুলিশ। ধৃত ব্যক্তিকে জিজ্ঞাসাবাদ করে জানা গিয়েছে, তার নাম আল মাসুদ, বয়স চব্বিশ। পুলিশ জানিয়েছে, ধৃত ব্যক্তিকে মঙ্গলবার বসিরহাট মহকুমা আদালতে পেশ করা হয়েছে।